For Advertisement
অনেক বছর যাএী সেবা পাচ্ছে না শীর্ষক: সব থেকেও চালু হচ্ছে না কুমিল্লা বিমানবন্দর।
নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা রিপোর্ট তথ্য মতে – ১৯৪০ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কুুমিল্লা’র নেউরা-ঢুলিপাড়ার পাশে স্থাপিত হয় কুমিল্লা বিমানবন্দর।
১৯৬৬ সাল পর্যন্ত দেশের অভ্যন্তরীণ রুটে সেনাবাহিনী উক্ত বিমানবন্দর ব্যবহার করতো। একই বছর বন্দরটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এরপর ১৯৭৬ সাল পর্যন্ত টানা ১০ বছর বিমান ওঠানামা করে কুুমিল্লা বিমানবন্দরে। কিছুদিন পর যাত্রী সংকটে সেটা বন্ধ হয়ে যায়। পরবর্তীকালে ১৯৯৪ সালে ফের বিমানবন্দরটি চালু করা হলে’য়ো পর্যাপ্ত যাত্রী না হওয়ায় মাত্র দুই সপ্তাহের ব্যবধানে এয়ারলাইন্সগুলো বিমান ওঠানামা বন্ধ করে দেয়। ওই সময়ে আন্তর্জাতিক কোনো ফ্লাইট চালু না থাকলে’য়ো মূলত দেশের অভ্যন্তরের ফ্লাইটগুলো চালু ছিল কুৃমিল্লা বিমানবন্দরে। সম্প্রতি মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহ করে জানা যায় – ৭৭ একর ভূমির উপর প্রতিষ্ঠিত কুুমিল্লা বিমানবন্দরে এখন ভুতুড়ে পরিবেশ। হঠাৎ দেখে যে কেউ বোঝার উপায় নেই এটি ভারতবর্ষ থাকাকালীন একটি বিমানবন্দর। অধিকাংশ এলাকায় চাষ করা হয়েছে গরুর ঘাস। ভেতরে রয়েছে ছোট ছোট একাধিক পুকুর। বর্তমানে কুুমিল্লা বিমানবন্দর কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় হওয়ায় এবং যাত্রী ওঠানামা না করায় বিমানবন্দরের জন্য নির্মিত সড়কটি ঢুলিপাড়া, রসুলপুর ও রাজাপাড়া এলাকাবাসী ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। বৃহত্তর কুৃমিল্লা বাসীর দাবী – কুুমিল্লা জেলাকে বৈষম্য’র চোঁখে না দেখে – কুুমিল্লা বিমানবন্দর পুনরায় চালু করার ব্যবস্হা করা হউক – আধুনিক বাংলাদেশ – এর – স্বার্থে।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
For Advertisement
প্রধান সম্পাদক ও প্রকাশক : কাজী ফাতেমা আক্তার বৃষ্টি
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জাগুরঝুলি বিশ্ব রোড, আদর্শ সদর, কুমিল্লা ৩৫০০.
+880 0161812800
ইমেইল : cumillavoice20@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য