বুধবার ২৫ ডিসেম্বর, ২০২৪

For Advertisement

আব্দুস সবুর ভাইয়ের অসহায় পরিবারকে সহযোগিতার জন্যে ফান্ড কালেকশনের যে ঘোষণা। 

২৭ মার্চ, ২০২৪ ৪:১২:০৬
আব্দুস সবুর ভাইয়ের অসহায় পরিবারকে সহযোগিতার জন্যে ফান্ড কালেকশনের যে ঘোষণা। 

আব্দুস সবুর ভাইয়ের অসহায় পরিবারকে সহযোগিতার জন্যে ফান্ড কালেকশনের যে ঘোষণা।
আমরা দিয়ে আসছিলাম তার নিমিত্তে আগামী জুমাবার পর্যন্ত কালেকশন চলবে, বাদে জুমা বেলা তিনটায় পরিবারটির কাছে নগদ অর্থ তুলে দেওয়া হবে। তাই আপনার যাকাত থেকে শুরু করে, সদকা,ফিতরা যে কোন ধরনের চাঁদা এই অসহায় পরিবারকে দান করতে পারবেন।
আব্দুস সবুর ছিল পরিবারের একমাত্র জীবিকা  নির্বাহক।
সিএনজিচালিত অটোরিকশাটি তার নিজের নিজের ছিল এই পরিবহনটি দিয়ে তার পরিবার চলতো,
একমাত্র জীবিকা নির্বাহক আর জীবিকা নির্বাহকারী আব্দুস সবুরকে হারিয়ে তার পুরো পরিবার অসহায়, তার দুই সন্তান এতীম,প্রায় হতদরিদ্র পরিবারে পরিণত হলো।
অতএব আসুন আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ তাদের সামান্য দুঃখ হলেও লাঘব করবে, আব্দুস সবুর ভাইয়ের এতীম শিশু বাচ্চার মুখে হাসি ফোটাবে।
আপনার সহযোগিতা পূর্ণ আমানতদারিতার সহিত ভুক্তভোগী পরিবারকে প্রদান করা হবে ইনশাআল্লাহ।
আপনি সহযোগিতা করতে না পারলেও আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য ভাই সহযোগিতা করলে আপনি সমপরিমাণ সাওয়াব পাবেন। তাই আপনি শেয়ার করে  সহযোগিতা করুন।
খতিব: পশ্চিম ঢেমশা হাঙ্গরকুল নূরীয়া বায়তুস সালাম জামে মসজিদ, সাতকানিয়া, চট্টগ্রাম।
সহযোগিতা পাঠানোর ঠিকানা:
বিকাশ পারসোনাল(01843195824)
নগদ 01843195824
ইসলামি ব্যাংক একাউন্ট নং(কেরানীহাট শাখা )
2050  294  02  02137704

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

For Advertisement

সম্পাদক : কাজী মোঃ সাইফুল ইসলাম
প্রধান সম্পাদক ও প্রকাশক : কাজী ফাতেমা আক্তার বৃষ্টি
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জাগুরঝুলি বিশ্ব রোড, আদর্শ সদর, কুমিল্লা ৩৫০০.
+880 1710-818277
+880 0161812800
ইমেইল : cumillavoice20@gmail.com

Developed by RL IT BD