প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

For Advertisement

আয়েশা আক্তার ঈফসীকে বাঁচাতে আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিন। 

১৫ আগস্ট ২০২৪, ১১:০৯:২৫

আয়েশা আক্তার ঈফসীকে বাঁচাতে আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিন। 

আয়েশা আক্তার ঈফসীকে বাঁচাতে আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিন। 
আয়েশা আক্তার ঈফসী বয়স- ৭
আয়েশা জালকুড়ি আদর্শ প্রাইমারী স্কুল  এর দ্বিতীয় শ্রেনীর ছাত্রী।
পিতা- আশিকুর রহমান
মাতা- মরিয়ম আক্তার ( মৃত)
স্থায়ী ঠিকানা- জালকুড়ি(সস্তাপুর), নারায়নগঞ্জ।
আয়েশা এর মা কিডনি ফেলিউর হয়ে মারা গেছেন ২০১৭ সালে এবং আয়শার জন্মের ৭ দিন পর তার মা স্কয়ার হসপিটালে লাইফ সাপোর্ট এ চলে যায়। এরপর পাচবছর ডায়ালেসিস চিকিৎসার পর মারা যায়। যে কারনে আয়েশা তার মার কোলে একদিনও উঠতে পারেনি,একসাথে ঘুমাতে পারেনি মৃত্যু পর্যন্ত। মায়ের অসীম আদর টুকুও কপালে জোটেনি এই ছোট্ট আয়েশার। আয়েশার বাবা  একটি প্রাইমারী স্কুলে শিক্ষকতা করেন। তার সব টাকা পয়সা খরচ করেও আয়েশার মাকে বাঁচাতে পারেনি।
বর্তমানে আয়েশা মায়েরপথ ধরেই হেটে চলেছে এবং তার ব্রেইন টিউমার ধরে পড়েছে । এখন মেজর সার্জারী করে তাকে বাঁচিয়ে রাখা যাবে আল্লাহ তায়ালা যদি সহায় হোন।
আয়েশার বাবা এর পক্ষে একা আয়েশার এই চিকিৎসার খরচ চালিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না তাই উনি আমাদের সবার কাছে দোয়া ও সহযোগিতার মানসিকতা আশা করেছেন আয়েশাকে বাঁচাতে এবং তাঁর মুখের হাসিটা ফিরিয়ে দিতে ।
আসুন আমরা সবাই সাহায্যের জন্য এগিয়ে আসি এবং এই পোস্ট শেয়ার করে অন্যকে জানিয়ে দেই, ধন্যবাদ সবাইকে।
পার্সোনাল বিকাশ- 01773078588
নগদ – 01773078588
রকেট – 017730785882
Bank A/C deteil
The city bank ltd
A/C no : 2223217228002
Gulshan branch
বিশেষ দ্রষ্টব্য- সাহায্যের জন্য শুধু আয়শার  বাবা এর সাথে যোগাযোগ করুন, অন্য করো সাথে নয়।

For Advertisement

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য