প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

For Advertisement

ইসলাম এক শান্তিপূর্ণ ধর্ম।

৩০ মার্চ ২০২৪, ১১:২৬:৪৫

ইসলাম এক শান্তিপূর্ণ ধর্ম।

ইসলাম এক শান্তিপূর্ণ ধর্ম। এ ধর্মের প্রতিটি নির্দেশ ও আমলের পেছনে যেমন রয়েছে আধ্যাত্মিকতা, ঠিক এর বিপরীতে রয়েছে বিজ্ঞানময় ব্যাখ্যা। ইসলামে যেসব বিধিবিধান সরাসরি মানুষকে সংযত, আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক চেতনা ও প্রেরণায় উদ্বুদ্ধ করে, মাহে রমজানের সিয়াম সাধনা তথা রোজা তার মধ্যে অন্যতম।   রমজান পালন আধ্যাত্মিকতা, ব্যক্তি ও সম্প্রদায়ের আত্ম-উন্মেষের আলোকবর্তিকা হিসাবে কাজ করে।
রমজান শব্দটি এসেছে আরবি শব্দের ‘রমজ’ মূল ধাতু থেকে। এর অর্থ জ্বালিয়ে দেওয়া, পোড়ানো ও ভস্ম করে দেওয়া। বান্দা যেহেতু এই মাসে তার কুপ্রবৃত্তিসমূহ জ্বালিয়ে ভস্ম করে দেয়, তাই একে রমজান বলে। গুনাহের বোঝা মাফের জন্য নিজেকে আল্লাহর অনুগত হিসেবে পেশ করার মধ্যে নিহিত রমজানের মাহাত্ম্য। রমজান হল উপবাস, প্রার্থনা ও ব্যক্তিগত প্রবৃত্তি থেকে শুদ্ধাচারের নাম। ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত মুসলমানরা আত্মাকে শুদ্ধ করার, স্বশৃঙ্খলা অনুশীলন করার এবং কম ভাগ্যবানদের প্রতি সহানুভূতির জন্য হিসাবে খাদ্য ও পানীয় প্রদান এবং অন্যান্য শারীরিক চাহিদা থেকে বিরত থাকার সুযোগ লাভ করে এই মাসে। আত্মত্যাগের এই কাজটি অপেক্ষাকৃত পিছিয়ে পড়া দরিদ্রদের সঙ্গে একাত্মতার বোধ জাগিয়ে তোলে এবং সমবেদনা গড়ে তোলে, যা আজকের সমাজে সামাজিক দায়বদ্ধতা এবং দাতব্যতার জন্য জরুরি।
রমজান ভ্রাতৃত্ব বন্ধনের অনুপম শিক্ষায় মুসলিম সমাজকে উদ্ধুদ্ধ করে। মাহে রমজান ভ্রাতৃত্ববোধ ও সহানুভূতির শিক্ষা শান্তিপূর্ণ সমাজ গঠনে সহায়ক। এ মাসের কারণে মানুষ ক্ষুধা ও তৃষ্ণার জ্বালা বুঝতে পারে। এজন্য এক মুমিনের হূদয় ধাবিত হয় অন্য মুমিনের সুখ-দুঃখের খবর সন্ধানে। যার বাস্তব রূপ প্রকাশ পায় ইফতারের মাধ্যমে। রসুলে পাক সা. এরশাদ করেন, ‘রমজান মাসে যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, তার গুনাহগুলো মাফ হয়ে যাবে।
রমজান আমাদের মুসলিম সমাজের ধর্মীয় ও আধ্যাতিক সংস্কৃতির উপাদান হলেও তা আমাদের প্রতিবেশী অনান্য ধর্মাবলম্বীদের প্রভাবিত করে সন্দেহ নেই। তারাও কোনো কোনো ক্ষেত্রে রমজানের সেহরি ও ইফতারে অংশ নিয়ে থাকেন। উল্লেখ্য যে, আব্রামিহ ধর্মসহ বিশ্বের প্রায় সব ধর্মে উপবাসের প্রচলন রয়েছে। ধর্মের প্রথম থেকেই আত্মসংযমের এ ধারাবাহিকতা আমাদের মধ্যে লুকিয়া থাকা সকল পংকিলতাকে দূর করে দিক, আজকের দিনে এটাই কামনা।

For Advertisement

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য