For Advertisement
কথাগুলো তাৎপর্য পূর্ণ ভেবে দেখুন তারপর খেজুর খান।
কথাগুলো তাৎপর্য পূর্ণ ভেবে দেখুন তারপর খেজুর খান।
কথাগুলো তাৎপর্য পূর্ণ ভেবে দেখুন তারপর খেজুর খান।
আবু জাহেলও খেজুর খেতেন, আবু লাহাবও খেজুর খেতেন। আবার আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল –যে মহিলাটি হুজুরের চলার পথে কাঁটা বিছিয়ে রাখতো সেও খেজুর খেতেন।
ঘটনা সেটা নয়। ঘটনা হলো তাদের দেশে ছিলোই সহজলভ্য খেজুর। তাই ভালো মন্দ সবাই খেজুর খেতেন। যদি কলা, পেয়ারা কিংবা সফেদা তাদের সহজলভ্য ফল হতো তবে তারা তাই খেতেন।
আমরাও যখন সহজে কেনা যাবে তখন খেজুর অবশ্যই খাবো। তাই বলে কেজি আঠারোশ’ টাকা দিয়ে আমরা খেজুর কেন খাবো যেখানে মোটাচালের কেজি সত্তর টাকা হলেই আমাদের অবস্থা করুন হবে।
খেজুর নিয়ে অসৎ ব্যবসায়ীদের অতিরিক্ত অর্থ আত্মসাতের সুযোগ দিবেন না। দেশীয় খাবার দিয়ে ইফতার করলেও রোজা হয়ে যাবে।
For Advertisement
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য