প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত

For Advertisement

কবিতা ঐতিহাসিক বজ্র ভাষণ, শেখ মুজিবুর রহমান, যে ভাষণে শিহরণে জাগে গায়ের কেশ, বাঁচাও বাংলাদেশ।

৮ মার্চ ২০২৪, ৯:১৮:৫২

কবিতা ঐতিহাসিক বজ্র ভাষণ, শেখ মুজিবুর রহমান, যে ভাষণে শিহরণে জাগে গায়ের কেশ, বাঁচাও বাংলাদেশ।

কবিতা ঐতিহাসিক বজ্র ভাষণ, শেখ মুজিবুর রহমান, যে ভাষণে শিহরণে জাগে গায়ের কেশ, বাঁচাও বাংলাদেশ।

ঐতিহাসিক বজ্র ভাষণ স্বাধীনতার স্থাপতি বান, ১৯৭১ এর ৭এ মার্চে দিয়েছেন বজ্র ভাষণ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

যে ভাষণে শিহরণে জাগে গায়ের কেশ, গর্জে উঠে বীর বাঙালি বাঁচাও বাংলাদেশ, বাংলা মায়ের বুক জড়িয়ে চলেছে হাহাকার, গ্রাম বাংলার কৃষকরা ও হয়েছে দুর্বার, বাঁশের লাঠি হাতে নিয়ে দেয় রে স্লোগান, জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

শহর বন্দর হাটবাজারে চলেছে কোলাহল, পাড়ায় পাড়ায় তৈরি হলো মুক্তি সেনার দল, শ্রমিক মজুর জেলে তাঁতি ফেরিওয়ালা ভেসে, বাংলা মায়ের সন্তানেরা যুদ্ধ করতে আসে, ৩০ লক্ষ বীর বাঙালি দিয়েছেন প্রাণ, ৭ কোটি বাঙালিরা গেয়েছেন জয়গান, জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

For Advertisement

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য