সোমবার ২৩ ডিসেম্বর, ২০২৪

For Advertisement

৭০ বছরের বৃদ্ধকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলো কাজী সাকিব।

১৬ সেপ্টেম্বর, ২০২৪ ৯:৪১:১৫
কি আশাতে বাধলাম আমি ওই ভবেতে ঘর, ঘর যে আমার ভাইঙ্গা নিলো কালবৈশাখী ঝড় ।

বিধিরে অ বিধি অ বিধিরে অ বিধ রে আমার অ বিধিরে ।

কি আশাতে বাধলাম আমি ওই ভবেতে ঘর ঘর যে আমার ভাইঙ্গা নিলো কালবৈশাখী ঝড় । হায়রে দুঃখিনী মা-বাবার জীবন সারা জীবনেও দুঃখটা আর শেষ হলো না- মরে গেলে সবাই কাঁদে আর বেঁচে থাকলে সবাই কাদায় ।

শোক সংবাদ ৭০ বছরের বৃদ্ধকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলো কাজী সাকিব। গ্রাম- রাজাপুর, পোস্ট- রাজেন্দ্রপুর, কোতয়ালী মডেল থানা- আদর্শ সদর, কুমিল্লা । পবিত্র ঈদুল আযহার দিনে সময় ও তারিখ- ১০/৭/- ২০২২ ইংরেজি রোজ রবিবার প্রায় বিকাল সাড়ে চার ঘটিকার সময় ।

কি আশাতে বাধলাম আমি ওই ভবেতে ঘর, ঘর যে আমার ভাইঙ্গা নিলো কালবৈশাখী ঝড়। কত সাধের ময়না আমার কোথায় গেল ওরে মনটা আমার আপন ঘরে কোন সে আমার তরী কেমনে আমি দেবো পারি ঐ না বালুচর কেমনে আমায় বুকে নিবে কে করবে আদর, মিছে মায়াপুরে আমি বাধলাম তাসের ঘর দমকা হাওয়ায় উড়ায় নিলো সাধেরও বাসর ফিরে আর আসিল না রে এই না জনম ভরে মন যে আমার মানে না রে পূজায় কেমন করে কলিজা মোর ভেঙ্গে যায়রে কেমনে আমি দেবো পারি ওই যে ভালো চোর কে আমায় বুকে নেবে কে করবে আদর ঘর যে আমার ভাইঙ্গা নিলো কালবৈশাখী ঝড় শোক সংবাদ মরে গেলে সবাই কাঁদে আর বেঁচে থাকলে সবাই কাদায় হায়রে দুঃখিনী মা বাবার জীবন দুঃখটা আর কোনদিনও শেষ হইল না ।

বিধিরে অ বিধি অ বিধিরে অ বিধ রে আমার অ অভিধ । আমার মাথায় যত চুল তার চেয়ে বেশি হইলো ভুল আমার মাথা যত চুল তার চেয়ে বেশি হইলো ভুল সামনে নদী ডাইনি বায় দুই পাশে দুই কুল ।

সামনে নদী ডাইনে বায় দুই পাশে দুই কুল আমি কোন কোলেতেই পাড়ি দেব কোনটা আমার কুল । আমার মাথায় যত চুল তার চেয়ে বেশি হইলো ভুল । বিধিরে বিধি অ বিধিরে আমার
ধর্মটারে বর্ম করে কেন পাঠাইলি । বুক পুরানো আগুন দিয়া মন কেনরে তুই দিলি । কোনটা মিথ্যা কোনটা সত্য কোনটা রে তোর আসল তথ্য বলে দেনা মূল । আমি কোন কোলেতেই পারি দেব কোনটা আমার কুল ।

আমার মাথায় যত চুল তার চেয়ে বেশি হইলো ভুল, বিধিরে অ বিধি ফিরে আমার নিজের ঘরে বেধর হয়ে হারাইলামরে ঘর কাঠের দরজা লোহার খালী আপন করলো আমায় পর । বিধিরে অ বিধি বিধিরে আমার অ বিধি জন্ম হল  জন্ম পাপ এইনা দোষে পাইলাম না মাপ কান্দিয়া ব্যাকুল , বিধিরে অ বিধি বিধিরে আমার অ বিধি রে । আমার মাথায় যত চুল তার চেয়ে বেশি হইলো ভুল হায়রে দুঃখিনী মা বাবার জীবন সারা জীবনেও দুঃখটাই আর সারা জীবনেও শেষ হলো না , বিধিরে অ বিধি বিধিরে আমার অ বিধি ।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

For Advertisement

সম্পাদক : কাজী মোঃ সাইফুল ইসলাম
প্রধান সম্পাদক ও প্রকাশক : কাজী ফাতেমা আক্তার বৃষ্টি
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জাগুরঝুলি বিশ্ব রোড, আদর্শ সদর, কুমিল্লা ৩৫০০.
+880 1710-818277
+880 0161812800
ইমেইল : cumillavoice20@gmail.com

Developed by RL IT BD