For Advertisement
কুমিল্লা’য় মাদকবিরোধী অভিযানে ০৬ কেজি গাঁজা উদ্ধার পূর্বক ০১ জনকে আসামি করে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
কুমিলা রিপোর্ট:
সূএ তথ্য মতে জানায় – আজ বৃহস্পতিবার ০৭/০৩/২০২৪ ইং তারিখ ১৭:২০ ঘটিকা’য় কুমিলা কোতয়ালী মডেল থানা’ধীন ধর্মপুর ষ্টেশন রোড’স্থ পূর্ব চৌমুহনী জামে মসজিদ – এর – পূর্ব পাশে মায়ের দোয়া ষ্টোর নামীয় দোকানের সামনে – মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা’র উপ – পরিচালক – চৌধুরী ইমরুল হাসান – এর – সার্বিক তত্ত্বাবধানে ও উপপরিদর্শক মো: মুরাদ হোসেন – এর – নেতৃত্বে।
গোপন সংবাদ – এর – ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা’কালে বিধান ঝৃষি নামক ব্যক্তি গাজা নিয়ে উপরোক্ত ঘটনাস্থলে আসিলে ডিএনসি কুমিল্লা আটক করে তাকে। আটককৃত ব্যাক্তির পরিচয়ঃ ১) বিধান ঋষি (৪৫), পিতা: মৃত আলী চরণ ঋষি, থানা : কসবা, জেলা : ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ।
উক্ত দুষ্কৃতকারী’র নামে – উপপরিদর্শক মোঃ মুরাদ হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ ইং – এর – ৩৬(১) সারণী’র ১৯(খ) ধারা’য় কোতয়ালী মডেল থানা’য় নিয়মিত মামলা দায়ের করে। মাদক বিরোধী অভিযান কঠোর ভাবে চলছে – জানা যায়।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
For Advertisement
প্রধান সম্পাদক ও প্রকাশক : কাজী ফাতেমা আক্তার বৃষ্টি
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জাগুরঝুলি বিশ্ব রোড, আদর্শ সদর, কুমিল্লা ৩৫০০.
+880 0161812800
ইমেইল : cumillavoice20@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য