প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

For Advertisement

কুমিল্লায় র‍্যাব ১১ অভিযানে ২০ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

২৪ জুন ২০২৪, ৯:৪২:২৪

কুমিল্লায় র‍্যাব ১১ অভিযানে ২০ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

কুমিল্লায় র‍্যাব ১১ অভিযানে ২০ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

কুমিল্লায় র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ অভিযানিক দল গত ২৩ জুন রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন রাঙ্গুরি মধ্যমপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ২০ কেজি গাঁজা’সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন মারুফ হোসেন (২২) এবং সাকিবুল হাসান (২১)। মারুফ হোসেন কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার রাঙ্গুরি মধ্যমপাড়া গ্রামের আব্দুল কুদ্দুস এর ছেলে এবং সাকিবুল হাসান কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার বামুইল গ্রামের মোঃ লিটন এর ছেলে।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আসামিরা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লা জেলায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছিল। র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়। র‌্যাব-১১ এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

For Advertisement

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য