For Advertisement
কুমিল্লার চট্টগ্রাম বিভাগের মিয়ার বাজার ডা’কাতি করার সময় পিস্তলের ৪ রাউন্ড গুলিসহ ম্যাগজিন, স্বর্ণ ও ডা’কাত দলের সক্রিয় সদস্য গ্রেফতার ।

কুমিল্লার চট্টগ্রাম বিভাগের মিয়ার বাজার ডা’কাতি করার সময় পিস্তলের ৪ রাউন্ড গুলিসহ ম্যাগজিন, স্বর্ণ ও ডা’কাত দলের সক্রিয় সদস্য গ্রেফতার ।
তারিখ (৮ ফেব্রুয়ারি ২০২৫) ইং শনিবার রাত আনুমানিক রাত ৮টার সময় মিয়াবাজার হাইওয়ে থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে থাকা মিয়া বাজারস্থ “মিয়াবাজার মসজিদ মার্কেট” এর প্রীতি জুয়েলার্স নামক স্বর্ণের দোকানে ৯ জন সশস্ত্র ডাকাত আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র সহ ডাকাতির ঘটনা সংঘটিত করে। এশার নামাজের জামাত চলাকালীন মার্কেটের অধিকাংশ দোকানদার নামাজে থাকায় সুযোগে ডাকাত দল পর্যায়ক্রমে উক্ত স্বর্ণের দোকানে প্রবেশ করে এবং অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে অনুমান ২ থেকে ৩ মিনিটের মধ্যে ডাকাতির ঘটনা সম্পন্ন করে স্থান ত্যাগ করে।
ডাকাতরা দুটি মাইক্রোযোগে এসে পর্যায়ক্রমে মার্কেটের দুটি প্রবেশদ্বার দিয়ে মার্কেটের অভ্যন্তরে প্রবেশ করে এবং ডাকাতি শেষে মার্কেটের পিছনের গেইট অর্থাৎ দক্ষিণ গেট দিয়ে বের হয়ে ফায়ার আগ্নেয়াস্ত্রের গু’লি ও কক’টেল এর বি’স্ফোরন ঘটিয়ে আ’তংক সৃষ্টি করে চলে যায়। ডাকাতরা মার্কেট থেকে বের হওয়াকালীন মোশারফ হোসেন নামের অপর একজন দোকানদার ডাকাতির বিষয়টি বুঝতে পেরে গেইট বন্ধ করতে গেলে ডাকাতরা তাকে গু’লি করে গুরুতর জ’খম করে ।
ঘটনার সংবাদ পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছায় এবং মিয়াবাজার হাইওয়ে থানার কমিউনিটি পুলিশের সদস্য তোফায়েল আহমেদ জুয়েল সহ স্থানীয় জনগণ এর সহায়তায় ডা’কাত দলের সক্রিয় সদস্য কায়সার (৩০), পিতা-আবুল বাসার, সাং-চান পাড়া, থানা-উত্তর খান, জেলা- ঢাকা কে আ’টক করে। ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় ডাকা’তির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস (যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-চ-১৩-২৯০২) মহাসড়কের উপর ফেলে গেলে তা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় ।
উক্ত মাইক্রোবাসের ভিতর প্রীতি জুয়েলার্স হতে লু’ন্ঠিত একটি স্বর্ণের মোটা চেইন, একটি চিকন চেইন, দুইটি কানের দুল, দুইটি হাতের বালা,পাঁচটি তিলক, পাঁচটি নাক ফুল, কয়েকটি জুয়েলারী খালী বক্স এবং ডাকাতদের ব্যবহৃত দুইটি চা’পাতি, চার রাউন্ড গুলিসহ একটি পিস্তলের ম্যাগজিন এবং ভূ’য়া দুইটি গাড়ীর নাম্বার প্লেট উদ্ধার করা হয়। আটককৃত ডা’কাত কে জিজ্ঞাসাবাদ করে অপরাপর সদস্যদের বিষয়ে তথ্যসংগ্রহকরা হচ্ছে।
হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের এডিশনাল ডিআইজি মো: খাইরুল আলম, হাইওয়ে পুলিশ কুমিল্লা সার্কেল ও মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জকে নিয়ে ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আটককৃত ডা’কাত দলের সদস্যকে জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এ বিষয়ে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় দণ্ডবিধির ৩৯৫/৩৯৭/৪১২ ধারায় ১টি ডা’কাতি নিয়মিত মা’মলা রুজু করা হয় ।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
For Advertisement
প্রধান সম্পাদক ও প্রকাশক : কাজী ফাতেমা আক্তার বৃষ্টি
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জাগুরঝুলি বিশ্ব রোড, আদর্শ সদর, কুমিল্লা ৩৫০০.
+880 0161812800
ইমেইল : cumillavoice20@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য