For Advertisement
কুমিল্লা আদর্শ সদরের রাজাপুর গ্রামের উত্তরপাড়া প্রতিনিয়ত হচ্ছে চুরি ।

কুমিল্লা আদর্শ সদরের রাজাপুর গ্রামের উত্তরপাড়া প্রতিনিয়ত হচ্ছে চুরি ।
প্রতিনিয়ত হচ্ছে চুরি ডাকাতি ও ছিনতাই- গ্রামের লোক জড়িত না থাকলে কিছুতেই করা সম্ভব না গ্রামবাসীর মন্তব্য এই বিষয়গুলো নিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন একাধিক এলাকাবাসী। কুমিল্লা আদর্শ সদরের রাজাপুর গ্রামের উত্তরপাড়া প্রতিনিয়ত হচ্ছে চুরি ।
স্বর্ণ অলংকার গুলোর বর্তমান বাজার মূল্য প্রায় ৪,৩৫,০০০/-(চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা । স্বর্ণ অলংকার সহ নগদ টাকা মিলিয়ে সর্বমোট ৬,২৭,০০০/- (ছয় লক্ষ সাতাইশ হাজার) টাকা মালামাল চুরি ।
রাজাপুর, উত্তর পাড়া, বাবুল মিয়ার খালের পশ্চিম পাড়ের নতুন বাড়ী, পোস্ট রাজেন্দ্রপুর ৩ নং দক্ষিণ দুর্গাপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড কোতয়ালী মডেল, থানা আদর্শ সদর কুমিল্লা ।
ঘটনার প্রেক্ষিতে আমি ধারণা করিতেছি যে, অজ্ঞাতনামা চোর/চোরেরা উপরের বর্ণিত সময়ের মধ্যে আমাদের অনুপস্থিতে কৌশলে অনধিকার ভাবে রুমের ভিতরে প্রবেশ করিয়া আমার বাসা হইতে স্বর্ণ অলংকার সহ নগদ টাকা মিলিয়ে সর্বমোট ৬,২৭,০০০/- (ছয় লক্ষ সাতাইশ হাজার) টাকা মালামাল চুরি ।
বরাবর,
অফিসার ইনচার্জ
কোতয়ালী মডেল থানা,
কুমিল্লা।
বিষয়ঃ অভিযোগ।
বাদীঃ মোঃ কামরুল রাহিম (২১), পিতা-নূরুল ইসলাম, সাং-বুড়িচং পূর্ব পাড়া, থানা-বুড়িচং,জেলা কুমিল্লা, এপিসাং-রাজাপুর, উত্তর পাড়া, খালের পাড়ের বাড়ী, থানা-কোতয়ালী মডেল, জেলা কুমিল্লা।
বিবাদীঃ অজ্ঞাতনামা চোর/চোরেরা।
ঘটনার তারিখ ও সময়ঃ ১৪/১০/২০২৪ ইং তারিখ সময় অনুমান রাত ১০:০০ ঘটিকা হইতে পরবর্তী ১৫/১০/২০২৪ ইং তারিখে সকাল সময় অনুমান ০৮:০০ ঘটিকার মধ্যবর্তী যে কোন সময়ে। ঘটনাস্থলঃ কোতয়ালী মডেল থানাধীন প্রজাপুর সাকিনস্থ উত্তর পাড়া খালের পাড়ের বাড়র বাদীর নিজ বাড়ীতে।
জনাব,
যথাবিহীত সম্মান পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী মোঃ কামরুল রাহিম (২১), পিতা-নুরুল ইসলাম, সাং-বুড়িচং পূর্ব পাড়া, থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা, এপিসাং- রাজাপুর, উত্তর পাড়া, খালের পাড়ের বাড়ী, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা। থানায় আসিয়া এই মর্মে অজ্ঞাতনামা চোর/চোরদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করিতেছি যে, আমি পেশায় একজন ছাত্র। আমি আমার সহপরিবার বর্তমান বাসায় বিগত ০১ মাস যাবত বসবাস করিয়া থাকি। আমারে মা এবং বোন গ্রামের বাড়ীতে বেড়াইতে চলে যায়। পরবর্তীতে আমার পিতা ১৪/১০/২০২৪ ইং তারিখ সময় অনুমান রাত ১০:০০ ঘটিকার সময়ে বর্তমান ঠিকানার বাসায় তালা বন্ধ করিয়া তাহার কর্মে চলিয়া যায়। তারই প্রেক্ষিতে আমাদের প্রতিবেশী শাহিদ (৪৫) আমার পিতাকে মোবাইল ফোনে ফোন করিয়া জানায় যে, আমাদের বাসায় চুরি হয়েছে। এমতাবস্থায় আমি ১৫/১০/২০২৪ ইং তারিখে সকালে সময় অনুমান ০৮:০০ ঘটিকার সময়ে আমি আসিয়া দেখিতে পাই যে, আমার বাসার মেইন দরজার তালা ভাঙ্গা এবং আমি ভিতরে গিয়ে আরো দেখিতে পাই যে, আমার বাসায় থাকা মালামাল গুলো ছড়িয়ে ছিটিয়ে মেঝেতে পড়ে আছে এবং আমাদের বাসার ষ্টিলের আলমিরা, ওয়েড্রপ, ডেসিং টেবিল ভাঙ্গা। উক্ত সময়ে আমি আরো দেখিতে পাই যে, ষ্টিলের আলমিরার মধ্যে থাকা আমার মা এবং বোনের ব্যবহৃত স্বর্ণ অলংকার প্রায় ০৩ ভরি ০৮ আনা সহ নগদ ১,৯২,০০০/- (এক লক্ষ বিরানব্বই হাজার) টাকা যথাস্থানে নেই। স্বর্ণ অলংকার গুলোর বর্তমান বাজার মূল্য প্রায় ৪,৩৫,০০০/-(চার লক্ষ পঁয়ত্রিশ হাজার। ঢাকা। ঘটনার প্রেক্ষিতে আমি ধারণা করিতেছি যে, অজ্ঞাতনামা চোর/চোরেরা উপরের বর্ণিত সময়ের মধ্যে আমাদের অনুপস্থিতে কৌশলে অনধিকার ভাবে রুমের ভিতরে প্রবেশ করিয়া আমার বাসা হইতে স্বর্ণ অলংকার সহ নগদ টাকা মিলিয়ে সর্বমোট ৬,২৭,০০০/- (ছয় লক্ষ সাতাইশ হাজার) টাকা। মালামাল চুরি করিয়া নিয়া আমার ও আমার পরিবারের বড় ধরণের ক্ষতি সাধন করে। উপরোক্ত বিষয়ে আমি আমার পরিবার মারাত্বক শংকিত।
উপরোক্ত বিষয়টি আমি পরিবারের সাথে আলোচনা করিয়া আমার বাসা হইতে চুরি হয়ে যাওয়া নগদ টাকা এবং স্বর্ণ অলংকার ফেরত পাওয়ার আশায় থাকিয়া থানায় আসিয়া অভিযোগ দায়ের করিতে কিছুটা বিলম্ব হইল।
অতএব, উপরোক্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিতে জনাবের যেন সু-মর্জি হয়।
বিনীত
কামরুল রাহিম
15-10-24
(মোঃ কামরুল রাহিম)
মোবাইল নং-০১৪০৯-৭৮৬১৬৩
For Advertisement
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য