প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

For Advertisement

কুমিল্লা জেলার দাউদকান্দিতে বিদেশী অস্ত্র ও গুলিসহ আন্তজেলা ডাকাত দলের সক্রিয় ০২ সদস্য গ্রেফতার ।

১২ মার্চ ২০২৫, ১:৩৪:১৪

কুমিল্লা জেলার দাউদকান্দিতে বিদেশী অস্ত্র ও গুলিসহ আন্তজেলা ডাকাত দলের সক্রিয় ০২ সদস্য গ্রেফতার ।

কুমিল্লা জেলার দাউদকান্দিতে বিদেশী অস্ত্র ও গুলিসহ আন্তজেলা ডাকাত দলের সক্রিয় ০২ সদস্য গ্রেফতার ।

#চোখ রাখুন
কুমিল্লার ভয়েস সত্যের সন্ধানে সব সময় পড়ুন দেশ ও দেশের বাহিরের সবাই ধন্যবাদ ।

তারিখ ১০/০৩/২৫খ্রিঃ সন্ধ্যা ৬:৩০ মিনিটের সময় সোমবার জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লায় কর্মরত এসআই/রিপন সরকার তার সঙ্গীয় ফোর্সসহ কুমিল্লা জেলার সকল থানা এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য উদ্ধার ও ডাকাতি বিরোধী বিশেষ অভিযান ডিউটি করাকালীন দাউদকান্দি মডেল থানার দাউদকান্দি বিশ্বরোডে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, আন্ত:জেলা ডাকাত দলের একজন সক্রিয় সদস্য দাউদকান্দি বিশ্বরোডের মোহন পাম্প এলাকায় অবস্থান করছে। বিষয়টি তিনি তাৎক্ষনিক উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেন।

পরবর্তীতে পুলিশ সুপার, কুমিল্লা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা এর সার্বিক সহায়তায় এসআই/রিপন সরকার তার সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে অভিযান পরিচালনা করে গত ১০/০৩/২৫খ্রিঃ তারিখ ১৯:৩৫ ঘটিকায় দাউদকান্দি বিশ্বরোডের মোহন পাম্পের পাশ হতে আন্ত:জেলা ডাকাত দলের একজন সক্রিয় সদস্য মোঃ মামুন (৩৭) কে আটক করা হয়।

পরবর্তীতে তাকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদে সে তার নাম-ঠিকানা প্রকাশ করে এবং স্বীকার করে যে, তার নিকট ০২টি অস্ত্র গুলিসহ বর্তমানে তার বসত ঘরে বারান্দার তাক হতে বাজার করা প্লাস্টিকের বস্তার মধ্যে লুকানো অবস্থায় আছে। এই ধারাবাহিকতায় মোঃ মামুন (৩৭) এর বসতবাড়ি তল্লাশি করে ০১। একটি বিদেশী পিস্তল যার ম্যাগজিনে ভর্তি ০৩ (তিন) রাউন্ড গুলি ছিল, ০২। একটি দেশীয় তৈরি পাইপগান, ০৩। ০২ (দুই) রাউন্ড কার্তুজ (তাজা গুলি) উদ্ধার করা হয়। এসময় উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় ধৃত আসামী মোঃ মামুন (৩৭) জানায় যে, তার বন্ধু মোঃ আরিফ এর নিকট আরো একটি বিদেশী পিস্তল আছে এবং বর্তমানে সে গৌরীপুর বাজারে অবস্থান করছে। পরবর্তীতে আসামী মোঃ মামুন (৩৭) এর শনাক্ত মতে গৌরীপুর বাজার হতে তার বন্ধু মোঃ আরিফ কে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর ব্যাপক জিজ্ঞাসাবাদে মোঃ আরিফ (৩১) তাহার নাম, ঠিকানা প্রকাশ করে এবং স্বীকার করে যে, তার নিকট একটি বিদেশী পিস্তল আছে যা তার বসত ঘরে তার খাটের জাজিমের ভিতরে সুকৌশলে লুকানো রয়েছে। উক্ত স্বীকারোক্তির প্রেক্ষিতে মোঃ আরিফ (৩১) এর বসতঘর তল্লাশি করে ০১। একটি বিদেশী পিস্তল যার ম্যাগজিনে ভর্তি ০৩ (তিন) রাউন্ড গুলিসহ উদ্ধার করা হয়।

উক্ত ঘটনার প্রেক্ষিতে দাউদকান্দি মডেল থানার মামলা নং-১৯/২৫, তারিখ-১১/০৩/২৫খ্রিঃ, ধারা-The Arms Act 1878 এর 19(A)/19(F) রুজু করা হয়।

উল্লেখ্য যে, ০১ নং আসামী মোঃ মামুন (৩৭) রোড ডাকাতি দলের সক্রিয় সদস্য, ০২নং আসামী মোঃ আরিফ (৩১) নৌযান ডাকাতদলের সক্রিয় সদস্য।

আসামীদের নাম ঠিকানা ও পিসিপিআর:
০১। মোঃ মামুন (৩৭), পিতা-মোঃ ইউনুছ, মাতা-ফাতেমা, গ্রাম-চরচারুয়া (আর্মি ঘাটের উত্তর পাড়-নতুন বাড়ী/নাজিরা বাড়ী), ০১নং দাউদাকান্দি উত্তর ইউপি, থানা-দাউদকান্দি মডেল, জেলা-কুমিল্লা।

(উল্লেখ্য যে, আসামী মোঃ মামুন (৩৭) এর নামে ডাকাতি প্রস্তুতিসহ পূর্বের চারটি মামলা আছে)
১। কুমিল্লা এর দাউদকান্দি থানার এফআইআর নং-৩০, তারিখ- ২৯ সেপ্টেম্বর, ২০২৩; জি আর নং-৩০৭, তারিখ- ২৯ সেপ্টেম্বর, ২০২৩; ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড।
২। কুমিল্লা এর দাউদকান্দি থানার এফআইআর নং-২৬, তারিখ- ২৯ অক্টোবর, ২০১২: ধারা-৭২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩:
৩। কুমিল্লা এর দাউদকান্দি থানার এফআইআর নং-২৩/২৩, তারিখ- ২০ জানুয়ারি, ২০২২: জি আর নং-২৩/২২, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০
৪। কুমিল্লা এর দাউদকান্দি থানার এফআইআর নং-১/১৫৮, তারিখ- ০১ মে, ২০১৮: যি ৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০;
০২। মোঃ আরিফ (৩১), পিতা-মৃত আলী আকবর, মাতা-মৃত জাহানারা বেগম, গ্রাম-মনসুরাবাদ (বাবুল হক কন্ট্রাকটারের বাড়ী), থানা-ডবলমুড়িং, জেলা-সিএমপি চট্টগ্রাম, বর্তমানে গ্রাম-তুজারভাঙ্গা, পশ্চিম মাইজপাড়া (দেলোয়ার ডাক্তারের বিল্ডিং এর নিচতলার ভাড়াটিয়া), ০৮নং ওয়ার্ড, দাউদকান্দি পৌরসভা, থানা-দাউদকান্দি মডেল, জেলা-কুমিল্লা

উদ্ধারকৃত মালামাল:-
০১। ম্যাগাজিনসহ দুইটি বিদেশী পিঞ্জল,
০২। দুইটি ম্যাগজিন যার প্রত্যেকটির মধ্যে ০৩ টি করে মোট (৩+৩)=০৬ রাউন্ড গুলি,
০৩। একটি দেশীয় তৈরী পাইপগান,
০৪। ০২ (দুই) রাউন্ড কার্তুজ গুলি।

For Advertisement

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য