সোমবার ২৩ ডিসেম্বর, ২০২৪
For Advertisement
কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ফারুক, সম্পাদক জাহিদ কুমিল্লা: দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা প্রেসক্লাব নির্বাচন।
৬ আগস্ট, ২০২৪ ১১:০১:৩৩
কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ফারুক, সম্পাদক জাহিদ কুমিল্লা: দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা প্রেসক্লাব নির্বাচন। রবিবার (২৮ জুলাই) দুপুর ১২ টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। টানা তিনঘণ্টা ভোটগ্রহণ চলে শেষ হয় বিকাল ৩ টায়। এতে একাত্তর টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক এনামুল হক ফারুক ৩১ ভোট পেয়ে সভাপতি এবং দৈনিক মানব জমিনের স্টাফ রিপোর্টার জাহিদ হাসান ৩১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দিনভর উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোটের কার্যক্রম শেষে ভোট গণনা করে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশনার হাসান ইমাম মজুমদার ফটিক। নির্বাচনে ৫৭টি ভোটের বিপরীতে ১৭টি পদে প্রার্থী হয়েছেন ৩৩ জন। তবে এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে ২টি পদের প্রার্থীরা। বাকি ১৫টি পদে প্রার্থিতা করছেন ৩১ জন।
‘মুই এ্যাহন কী নিয়া বাঁচমু, কে মোর সন্তানকে মানুষ করবে’ ‘মুই এ্যাহন কী নিয়া বাঁচমু, কে মোর সন্তানকে মানুষ করবে’ বিস্তারিত পড়ুন ফলাফলে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন, ডেইলি বাংলাদেশ অভরার্ভার এর কুমিল্লা প্রতিনিধি মোহাম্মদ নজরুল ইসলাম দুলাল ও দি ডেইলি আওয়ার টাইমের কুমিল্লা প্রতিনিধি মাহবুব আলম বাবু। সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ভোরের সূর্যোদয় এর স্টাফ রিপোর্টার বাহার রায়হান।
সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, দপ্তর সম্পাদক পদে জিটিভির জেলা প্রতিনিধি সেলিম রেজা মুন্সি, পাঠাগার সম্পাদক পদে জি এম জামাল উদ্দিন দামাল, বিজ্ঞান তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক দৈনিক কুমিল্লার আলোর স্টাফ রিপোর্টার নেকবর হোসেন, সাহিত্য সাংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দৈনিক দেশ রূপান্তরের কুমিল্লা প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন জাকির। এছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন পাঁচজন, তারা হলেন, দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি দিলীপ মজুমদার, দৈনিক ময়নামতি পত্রিকার স্টাফ রিপোর্টার মামশাদ কবির, বৈশাখী টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি আনোয়ার হোসাইন, দৈনিক কুমিল্লার আলোর সম্পাদক জসিম উদ্দিন কনক, দৈনিক সমকালের কুমিল্লা প্রতিনিধি মোঃ কামাল উদ্দিন ।এছাড়াও, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অর্থ সম্পাদক তৌহিদ হোসেন মিঠু, প্রচার ও প্রকাশনা সম্পাদক এন. কে রিপন।
ফলাফল ঘোষণা শেষে প্রেস ক্লাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার বলেন, ‘নির্বাচনকে সুষ্ঠভাবে সম্পূর্ণ করতে পেরে আমরা খুবই আনন্দিত। আমরা আশাবাদী যারা নেতৃত্বে আসছেন তারা আগামীতে প্রেসক্লাবের সকল কার্যক্রম সুন্দর ভাবে এগিয়ে নিয়ে যাবেন।
উল্লেখ্য, সর্বশেষ কুমিল্লা প্রেস ক্লাব নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২২ সালে। নির্বাচনকে ঘিরে বাড়তি আমেজ ছিল প্রেসক্লাব প্রাঙ্গণে। এমএস
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
For Advertisement
সম্পাদক : কাজী মোঃ সাইফুল ইসলাম
প্রধান সম্পাদক ও প্রকাশক : কাজী ফাতেমা আক্তার বৃষ্টি
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জাগুরঝুলি বিশ্ব রোড, আদর্শ সদর, কুমিল্লা ৩৫০০.
প্রধান সম্পাদক ও প্রকাশক : কাজী ফাতেমা আক্তার বৃষ্টি
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জাগুরঝুলি বিশ্ব রোড, আদর্শ সদর, কুমিল্লা ৩৫০০.
+880 1710-818277
+880 0161812800
ইমেইল : cumillavoice20@gmail.com
+880 0161812800
ইমেইল : cumillavoice20@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য