প্রচ্ছদ / ভিন্ন স্বাদের খবর / বিস্তারিত
For Advertisement
খোকা রে, দশমাস দশদিন তোরে গর্ভে রেখে, কত ব্যথা-যন্ত্রনা সহে আলো দেখালেম ভবে।
২৭ জুন ২০২৪, ৯:৪০:০৯
খোকা রে, দশমাস দশদিন তোরে গর্ভে রেখে, কত ব্যথা-যন্ত্রনা সহে আলো দেখালেম ভবে।
খোকা রে, দশমাস দশদিন তোরে গর্ভে রেখে, কত ব্যথা-যন্ত্রনা সহে আলো দেখালেম ভবে।
তোর সকল আবদার করেছি পূরণ শত কষ্টে, তোকে ভুলে থাকার চিন্তা করিনি কোনো মতে।
খোকা তুই কাঁদিলে আমার চোখে বইত জল, তুই খোকা ছিলি আমার বেঁচে থাকার সম্বল। তোর হলে অসুখ আমার চোখে হারাতো ঘুম, সারারাত খোদাকে ডেকে কত মানত করিতুম।
তুই তো আমায় ভুলেই গেলি বড় চাকরি পেয়ে, সুন্দরী বউ করলি বিয়ে আমাকে না জানিয়ে খোকা রে তোর অনেক স্বজন এখন বড় ঘরে, কেনো আমার একটু জায়গা হল না ঘরের কোণে। কবিতাঃ অসহায় বাবা-মা লেখকঃ রিপন দাস।
For Advertisement
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© Cumillar Voice ২০২৪ - Developed by RL IT BD
মন্তব্য