প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

For Advertisement

গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম পাকা সড়কের উপর অভিযান পরিচালনা কালে দুইজন যাত্রীর নিকট  হতে ফেন্ডিডিল নামীয় বোতল ৯৭ টি এবং  টেপেনটাডল ( TAPENTADOL) নামীয় ট্যাবলেট ১৫০০টি  উদ্ধার করে দুজনকে আটক করে। 

২৯ এপ্রিল ২০২৪, ৮:৪৬:২৮

গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম পাকা সড়কের উপর অভিযান পরিচালনা কালে দুইজন যাত্রীর নিকট  হতে ফেন্ডিডিল নামীয় বোতল ৯৭ টি এবং  টেপেনটাডল ( TAPENTADOL) নামীয় ট্যাবলেট ১৫০০টি  উদ্ধার করে দুজনকে আটক করে। 

গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম পাকা সড়কের উপর অভিযান পরিচালনা কালে দুইজন যাত্রীর নিকট  হতে ফেন্ডিডিল নামীয় বোতল ৯৭ টি এবং  টেপেনটাডল ( TAPENTADOL) নামীয় ট্যাবলেট ১৫০০টি  উদ্ধার করে দুজনকে আটক করে। 
১৯/০৪/২০২৪ খ্রি: তারিখে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলা ও থানাধীন মধ্য কুমরপুর কৈয়াপাড়া গ্রামস্থ সাধুরধাম মন্দিরের সামনে ভূরুঙ্গামারী কুড়িগ্রাম পাকা সড়কের উপর অভিযান পরিচালনা কালে নিতুল ইন্টারপ্রইজ নামীয় যাত্রীবাহি বাস তল্লাশী করে দুইজন যাত্রীর নিকট  হতে একটি স্কুল ব্যাগে ফেন্সিডিল নামীয় বোতল ৯৭ টি এবং  টেপেনটাডল ( TAPENTADOL) নামীয় ট্যাবলেট ১৫০০টি  উদ্ধার করে দুজনকে আটক করে কুড়িগ্রাম  সদর থানায় মামলা দায়ের করেন পরিদর্শক তরুণ কুমার রায়।

For Advertisement

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য