প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

For Advertisement

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্নামেন্ট-২০২৪ এর বর্ণাঢ্য শুভ উদ্বোধন

১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৫:৩৬

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্নামেন্ট-২০২৪ এর বর্ণাঢ্য শুভ উদ্বোধন

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্নামেন্ট-২০২৪ ।

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উদ্যোগে ও কেএসআরএম-এর পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্টে চট্টগ্রাম রেঞ্জাধীন ১১টি দল ও আরআরএফ, চট্টগ্রামসহ মোট ১২টি অংশগ্রহণ করছে।

আজ ১৮ ফেব্রুয়ারি ২০২৪খ্রি. রবিবার, বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, চট্টগ্রামে টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম রেঞ্জের মান্যবর ডিআইজি জনাব নুরেআলম মিনা, বিপিএম (বার), পিপিএম।

অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব প্রবীর কুমার রায়, পিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন কেএসআরএম-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব শাহরিয়ার জাহান।

ডিআইজি মহোদয় বলেন- কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা। দেশীয় সংস্কৃতির অপরিহার্য অংশ ঐতিহ্যবাহী কাবাডি খেলা যুবসমাজের মাঝে শৃঙ্খলাবোধ ও দেশপ্রেম সৃষ্টি করে। ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির ঐতিহ্যের এ খেলাটিকে বাংলাদেশের জাতীয় খেলা হিসেবে স্বীকৃতি দেন। উন্নয়ন-অগ্রযাত্রার চালিকা শক্তি যুব সমাজ যেন বিপথগামী না হয়ে দেশ গঠনে অংশগ্রহণ করতে পারে এবং নিজেকে গড়ে তুলতে পারে সেলক্ষ্যে খেলাধুলাসহ প্রতিটি সেক্টরে সরকার ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। দেশের বিভিন্ন বাহিনী একেকটি খেলার উন্নয়ন ও বিকাশে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম এবং সাধারণ সম্পাদক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার জনাব হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়।
তাঁদের অনুপ্রেরণায় বাংলার ঐতিহ্যবাহী জাতীয় খেলা কাবাডিকে নতুন করে তরুণ প্রজন্মের কাছে আকর্ষণীয় করে তুলতে এবং মাদকসহ অন্যান্য অপরাধমুক্ত থেকে শারীরিক-মানসিকভাবে সুস্থ রাখতে এ টুর্নামেন্টের আয়োজন। এর মাধ্যমে তৃণমূল থেকে অনেক খেলোয়াড় উঠে আসবে। তাদের বাছাই করে সঠিক অনুশীলনের মাধ্যমে বাংলাদেশ কাবাডি সমৃদ্ধ হবে।
তিনি যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদন চর্চায় সক্রিয় থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকাসক্তিকে দূরে ঠেলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে মনোমুগ্ধকর ‘ডিসপ্লে’ প্রদর্শন করেন বিকেএসপি’র প্রশিক্ষণার্থীবৃন্দ।

উদ্বোধনী খেলায় বান্দরবান পার্বত্য জেলা ৪২-১৩ পয়েন্টে নোয়াখালী জেলাকে পরাজিত করে।

অনুষ্ঠানে চট্টগ্রাম রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিকেএসপির কর্মকর্তাবৃন্দ, অংশগ্রহণকারী খেলোয়াড় ও ক্রীড়ামোদী দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।

For Advertisement

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য