For Advertisement
ছবিতে ভিলেন হলে ও বাস্তবে আপনি সেরা নায়ক!
৩০ এপ্রিল ২০২৪, ৮:৫৮:১৪
ছবিতে ভিলেন হলে ও বাস্তবে আপনি সেরা নায়ক!
ছবিতে ভিলেন হলে ও বাস্তবে আপনি সেরা নায়ক!
গতকাল চিত্রনায়িকা ময়ূরী উনার মেয়েকে নিয়ে এফডিসিতে এসেছিলেন শিল্পী সমিতির শপথ অনুষ্ঠানে।
সেখানে একজন সাংবাদিক ময়ূরীর মেয়েকে প্রশ্ন করলেন?
-তুমি কী তোমার মায়ের আগেকার সিনেমায় করা আইটেম গান গুলো দেখো? তোমার কাছে ভালো লাগে?
পাশে দাঁড়িয়ে ছিলেন বাংলা সিনেমার ভিলেন এবং জাসাস নেতা শিবা শানু। তিনি ছোট একটা মেয়েকে সাংবাদিকের এহেন অরুচিকর প্রশ্ন করতে দেখে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন।
এরপরের ঘটনা তো সংবাদ মাধ্যম গুলোর মারফতে দেশের অনেকেই জেনেছেন। সংবাদ মাধ্যম গুলো শিরোনাম করছে, ভিলেন শিবা শানু ভিলেনের মত হামলে পড়লেন সাংবাদিকদের উপর।
এদেশের ছোট বড় সকলেই জানে বাস্তবে শিবা শানু আসলেই একজন দেশপ্রেমিক হিরো।
For Advertisement
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© Cumillar Voice ২০২৪ - Developed by RL IT BD
মন্তব্য