সোমবার ২৩ ডিসেম্বর, ২০২৪

For Advertisement

জহিরুলের অত্যাচারে গহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এর লোকজন অতিষ্ঠ চাকুরী দেয়ার নামে, টাকা নিয়ে লাপাওা জানায় ভুক্ত’ভোগী’রা।

১৫ ফেব্রুয়ারি, ২০২৪ ১১:১০:২৯
জহিরুলের অত্যাচারে গহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এর লোকজন অতিষ্ঠ চাকুরী দেয়ার নামে, টাকা নিয়ে লাপাওা জানায় ভুক্ত'ভোগী'রা।

ক্রাইম রিপোর্ট:

সূএ তথ্য মতে জানায় – বাংলাদেশ – এর – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় – এর – আবাসন শাখার অফিস সহায়ক – মোঃ জহিরুল ইসলাম – লোকজনের কাছ থেকে চাকুরী দেয়ার কথা বলে – মোটা অংকের টাকা নিয়ে – চাকুরী না দিয়ে – লাপাওা রয়েছে। এক জন ভুক্ত’ভুগী – মোঃ জামাল উদ্দীন, পিতা – মৃত: সফিয়াত মোহাম্মদ, সাং – চক কাঞ্চন (বাইশ পাড়া) উপজেলা – বিরল, দিনাজপুর, বাংলাদেশ। উক্ত ভুক্ত’ভুগী জানায় – গত – ১৮/০২/২০১৯ ইং তারিখে – সাত লক্ষ টাকা নেয় মোঃ জহিরুল ইসলাম – মোঃ জামাল উদ্দীন – এর – কাছ থেকে – তাঁর ছেলেকে – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ে চাকুরী দিবে বলে। তিন বছর ঘুড়ানোর পর – ছেলের চাকুরী না হলে – মোঃ জামাল উদ্দীন বাদী হয়ে – দিনাজপর বিজ্ঞ আদালতে মামলা করে – মোঃ জহিরুল ইসলাম – এর – নামে। মামলা নং – ৫৭৭/২২, ধারা – ৪০৬, ৪২০, ৫০৬, ৩৪। মামলা চলা কালীন – দিনাজপুর বিজ্ঞ আদালত – মোঃ জহিরুল ইসলাম – এর – কাছে নোটিশ পাঠায় – ০৮/০৫/২০২৩ ইং তারিখের মধ্যয় কোর্টে হাজির হওয়ার জন্য। দু্ষ্কৃতকারী মোঃ জহিরুল ইসলাম কোর্ট অবমাননা করে – কোর্টে হাজির না হয়ে – উল্টো – মোঃ জামাল উদ্দীনকে প্রান নাশের হুমকি দেয় – মামলা তুলে নেয়ার জন্য’য়। জামাল উদ্দীন সহ অন্যান্য ভুক্ত’ভুগী ও বাংলাদেশ এর – সুশীল সমাজ – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রনালয় – এর প্রতি – উক্ত দু্ষ্কৃতকারী মোঃ জহিরুল ইসলামকে আইন – এর – আওতায় এনে – সাজা প্রদান করে – ভুক্ত’ভুগী’দের টাকা ফেরত দেয়ার ব্যাবস্হা করার জন্য।

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

For Advertisement

সম্পাদক : কাজী মোঃ সাইফুল ইসলাম
প্রধান সম্পাদক ও প্রকাশক : কাজী ফাতেমা আক্তার বৃষ্টি
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জাগুরঝুলি বিশ্ব রোড, আদর্শ সদর, কুমিল্লা ৩৫০০.
+880 1710-818277
+880 0161812800
ইমেইল : cumillavoice20@gmail.com

Developed by RL IT BD