প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত

For Advertisement

জেনে রাখেন ভবিষ্যতে কাজে লাগবে রিকশাওয়ালাকে ৬০ টাকার ভাড়া ৪০ টাকা ধরাইয়া দিয়াই সোজা হাঁটা দিলেন, জিতেছেন ভাই জিতেছেন।

২ জুলাই ২০২৪, ৮:৫৫:১৬

জেনে রাখেন ভবিষ্যতে কাজে লাগবে রিকশাওয়ালাকে ৬০ টাকার ভাড়া ৪০ টাকা ধরাইয়া দিয়াই সোজা হাঁটা দিলেন, জিতেছেন ভাই জিতেছেন।

জেনে রাখেন ভবিষ্যতে কাজে লাগবে রিকশাওয়ালাকে ৬০ টাকার ভাড়া ৪০ টাকা ধরাইয়া দিয়াই সোজা হাঁটা দিলেন, জিতেছেন ভাই জিতেছেন।
ইদের ছুটিতে টিচার ৭ দিন ছুটি নিব,তাই একমাস পড়ানো বন্ধ রাখছেন। আপনার এক মাসের টাকা বেচে গেল। জিতছেন ভাই জিতছেন,  টিউশন টিচার ছেলেটা ২৩ দিন পড়াইছে..১৫দিনের টাকা হাতে দিয়া কইলেন, আপনার পড়ায় সন্তুষ্ট না আমি,  অথচ স্যারে ভালোই পড়াইতো,  জিতেছেন ভাই জিতেছেন।
বাদাম কিনবেন ৫০গ্রাম..২০ গ্রামই টেস্ট কইরা ফাউ ফাউ খান জিতেছেন ভাই জিতেছেন, প্রতিবেশিকে ১লাখ টাকা ধার দিলেন চড়া সুদে..কিছুদিন পরেই ১ লাখ টাকা ১লাখ ২৫ হাজার টাকা হইলো জিতেছেন ভাই জিতেছেন,  অফিসে চাকরীর নিয়োগ চলছে, গরীব যোগ্য ক্যান্ডিডেট কে বাদ দিয়ে, লাখ লাখ টাকা ঘুষ নিয়ে অন্য কাউকে নিয়োগ দিলেন, জিতেছেন ভাই, জিতেছেন।
ব্যবসায়িক পার্টনারকে আপনার কুটচালে ঠকালেন,  পার্টনারের হক নস্ট করে আপনি ফুর্তি করলেন। বিলাসী জীবন নির্বাহ করলেন,  জিতেছেন ভাই, জিতেছেন, ওমা,  বাসায় গিয়া দেখেন আপনার পোলা পইড়া পা ভাইংগা ফেলছে..১৫০০০ ট্যাকা শেষ পড়াশোনা তিন মাস বন্ধ! আর আদরের আল্লাদী মাইয়াডা মহল্লার বখাটে পোলার লগে ভেগে গেছে। পোলার ঔষধ কিনতে গিয়া পকেটে হাত দিয়া দেখেন মানিব্যাগ গায়েব।
বউটার কি জানি হইসে..প্রতি মাসে ৮/১০ হাজার টাকার ওষুধ না হলে চলে না, ইদানিং আপনার স্বাস্থ্যটাও ভাল যাচ্ছেনা,  ঘুমাতে পারেন না,নিঃশ্বাস বন্ধ হয়ে আসে..কত টাকা খরচ করলেন,  উন্নতির লক্ষণ নেই,  জি ভাই,  সবকিছুতে জেতার আগে ঠকার হিসাবটাও একইভাবে কইরেন। মনে রাখবেন, সৃষ্টিকর্তা ছাড় দেন, ছেড়ে দেন না।

For Advertisement

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য