বৃহস্পতিবার ১৭ এপ্রিল, ২০২৫

For Advertisement

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের অভিযানে ০৩টি মোটরসাইকেল, ০১টি বার্মিজ চাকু, ০২টি মোবাইল ফোন উদ্ধার সহ গ্রেফতার-০৩ জন।

২৬ জানুয়ারি, ২০২৫ ১০:১৯:০০
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের অভিযানে ০৩টি মোটরসাইকেল, ০১টি বার্মিজ চাকু, ০২টি মোবাইল ফোন উদ্ধার সহ গ্রেফতার-০৩ জন।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের অভিযানে ০৩টি মোটরসাইকেল, ০১টি বার্মিজ চাকু, ০২টি মোবাইল ফোন উদ্ধার সহ গ্রেফতার-০৩ জন।

ঘটনা ও গ্রেফতারের বিবরণঃ
যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ জিয়াউদ্দিন আহম্মেদ মহোদয়ের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ইং ০৭/০১/২০২৫খ্রিঃ রাত ২১.০৫ ঘটিকায় অত্র থানাধীন জজ কোর্ট মোড়স্থ ম্যাক্স কোচিং সেন্টারের সামনে পাকা রাস্তার উপর হতে আসামি সাগর হোসেন রাজ(২৩) এবং মিথুন বিশ্বাস(৪৫) দ্বয়কে গ্রেফতার করেছে এবং তাদের হেফাজত হতে একটি রেজিস্ট্রেশন বিহীন ধূসর রংয়ের ১২৫ সিসি ইয়ামাহা মোটরসাইকেল ও একটি রেজিস্ট্রেশন বিহীন একটি লাল রংয়ের ১১০ সিসি ডিসকভার মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয় এবং পরবর্তীতে তাদের স্বীকারোক্তি ও দেখানো মতে পুলিশ লেখা একটি রিফলেকটিং ভেস্ট, একটি সেভেন গিয়ার টিপ চাকু ও ভিকটিমের দুটি মোবাইল ফোন জব্দ করা হয় এবং ছিনতাইয়ের সাথে জড়িত অপর আসামি সুশীল কুমার পাল(৫৩) কে ইং ০৮/০১/২৫খ্রিঃ সকাল ০৯.৫০ঘটিকায় কেএমপি খুলনার রুপসা ইস্পাহানি গলি হতে গ্রেফতার করে এবং তার হেফাজত থেকে রেজিস্ট্রেশন বিহীন কালো রংয়ের ১৫০ সিসি পালসার মোটরসাইকেল উদ্ধার পূবক জব্দ করা হয়।

এসংক্রান্তে এসআই(নিঃ)/ খান মাইদুল ইসলাম রাজিব বাদী হয়ে যশোর কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন এবং আসামিদের বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে।

গ্রেফতারকত আসামিদের নাম ও ঠিকানাঃ
১। সাগর হোসেন রাজ(২৩), পিতা-হাসান হোসেন মোল্যা, সাং-শিমুলিয়া, থানা-ঝিকরগাছা, জেলা-যশোর, বর্তমান ঠিকানাঃ সাং-সোনাডাঙ্গা, ট্রাক স্ট্যান্ড, ১৮নং ওয়ার্ড, সুজুকি কর্ণার, দারুন আমান মহল্লা, (মোঃ রোকনুজ্জামান এর বাড়ীর ভাড়াটিয়া), থানা-সোনাডাঙ্গা, কেএমপি, খুলনা,

২। মিথুন বিশ্বাস(৪৫), পিতা-মৃত মনোরঞ্জন বিশ্বাস, সাং-মাঝিগাতি, থানা-দিঘলিয়া, বর্তমান ঠিকানঃ সাং-সোনাডাঙ্গা, মেইন রোড (নিউ মার্কেটের দক্ষিন পাশে), ১৭নং ওয়ার্ড (মোঃ মেহেদী, পিং-শাহিন এর বাড়ীর ভাড়াটিয়া), থানা-সোনাডাঙ্গা, কেএমপি, খুলনা,

৩। সুশীল কুমার পাল(৫৩), পিতা-বিমল কৃষ্ণ পাল, সাং-শোগুনা, থানা-রামপাল, জেলা-বাগেরহাট, বর্তমান ঠিকানাঃ সাং-জিন্নাপাড়া, বউবাজার, ৩১নং ওয়ার্ড, থানা-লবণচরা, কেএমপি, খুলনা

উদ্ধারকৃত আলামতঃ
১। ৩টি মোটরসাইকেল
২। ২টি মোবাইল ফোন(ভিকটিমের)
৩। ০১টি বার্মিজ চাকু

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

For Advertisement

সম্পাদক : কাজী মোঃ সাইফুল ইসলাম
প্রধান সম্পাদক ও প্রকাশক : কাজী ফাতেমা আক্তার বৃষ্টি
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জাগুরঝুলি বিশ্ব রোড, আদর্শ সদর, কুমিল্লা ৩৫০০.
+880 1710-818277
+880 0161812800
ইমেইল : cumillavoice20@gmail.com

Developed by RL IT BD