প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

For Advertisement

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের ০৩টি সফল অভিযানে ১১ বোতল বিদেশী মদ, ০১ টি চোরাই মোটরসাইকেল, ০২ টি মাস্টার চাবি উদ্ধার সহ গ্রেফতার ০৫।

৮ মার্চ ২০২৪, ৯:২২:১১

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের ০৩টি সফল অভিযানে ১১ বোতল বিদেশী মদ, ০১ টি চোরাই মোটরসাইকেল, ০২ টি মাস্টার চাবি উদ্ধার সহ গ্রেফতার ০৫।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের ০৩টি সফল অভিযানে ১১ বোতল বিদেশী মদ, ০১ টি চোরাই মোটরসাইকেল, ০২ টি মাস্টার চাবি উদ্ধার সহ গ্রেফতার ০৫।

অভিযান-০১
(০৭ মার্চ্ ২০২৪খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ) রাজেশ কুমার দাশ, এসআই(নিঃ) মোঃ আরিফুল ইসলাম, এএসআই(নিঃ) নিরমল কুমার ঘোষ ও।

সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ রাত্র ২৩.৪৫ ঘটিকার সময় যশোর কোতয়ালী মডেল থানাধীন পৌরসভাস্থ বকচর ৯নং ওয়ার্ড্ এর টিবি হাসপাতালের সামনে পাকা রাস্তার উপর হইতে।

আসামী (ভারতীয় নাগরিক) ১। মোঃ শহিদুল ইসলাম ৥ শহিদ(৩৫), পিতা-মৃত আব্দুল খালেক শেখ, সাং-নরেন্দ্রপুর শেখ পাড়া, থানা-কোতয়ালী, ২। মোঃ নাজিম উদ্দিন ৥ নিত্ত(৪১), পিতা-মোঃ আফতাব মোড়ল, সাং-বড় বসন্তপুর, থানা শার্শা।

উভয় জেলা-যশোর দ্বয়কে কে ০১ টি চোরাই মোটরসাইকেল এবং ০২ টি মাস্টার চাবি সহ গ্রেফতার করেন। এ সংক্রান্তে এসআই(নিঃ) মোঃ আফিুল ইসলাম বাদী হয়ে যশোর কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।

অভিযান-০২
(০৭ মার্চ্ ২০২৪খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ)/ কাজী আব্দুল মান্নান, এসআই(নিঃ)/ মোঃ সোলায়মান আক্কাস, এএসআই(নিঃ)/ গৌরাঙ্গ কুমার মন্ডল।

এএসআই(নিঃ)/ এসএম ফোরকান ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ সকাল ১০.৪০ ঘটিকার সময় যশোর কোতয়ালী মডেল থানাধীন।

চাঁচড়া বাজার মোড়ে জনৈক মোঃ গোলাম সরোয়ার এর মুদি দোকানের সামনে চাঁচড়া মোড় টু মুড়লী মোড় গামী পাঁকা রাস্তার উত্তর পাশে হইতে আসামী (ভারতীয় নাগরিক) ১। ববরুবহন ঘোষ(৫০), পিতা-মৃত শান্তিপদ ঘোষ,মাতা-গীতা।

ঘোষ, সাং-হিরাপোল, থানা-হাবড়া, জেলা-উত্তর চব্বিশ পরগনা, ভারত কে ০৫ বোতল বিদেশী মদ এবং ০১ টি ভারতীয় পাসপোর্ট্ সহ গ্রেফতার করেন। এ সংক্রান্তে এসআই(নিঃ) কাজী আব্দুল মান্নান বাদী হয়ে যশোর কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।

অভিযান-০৩
একই অভিযানে (০৭ মার্চ্ ২০২৪খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ)/ কাজী আব্দুল মান্নান, এসআই(নিঃ)/ মোঃ সোলায়মান আক্কাস, এএসআই(নিঃ)/ গৌরাঙ্গ কুমার মন্ডল।

এএসআই(নিঃ)/ এসএম ফোরকান ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ বিকাল ১৭.৩৫ ঘটিকার সময় যশোর কোতয়ালী মডেল থানাধীন।

পালবাড়ী পার হাউজ পাড়া সাকিনস্থ জনৈক মশিউর রহমানের বাড়ির সামনে পালবাড়ি টু চাঁচড়া গামী পাকা রাস্তার পশ্চিম পাশে হইতে আসামী (ভারতীয় নাগরিক) ১। অমর বিশ্বাস(৩৫), পিতা-দেবদাশ বিশ্বাস, সাং-বারমা কলোনী, ২। মিঠুন সরকার(৩৫), পিতা-সুশীল সরকার।

সাং-মেহেরুন নগর, উভয় থানা-বনগাঁ, জেলা-উত্তর চব্বিস পরগোনা, ভারত দ্বয়কে কে ০৬ (ছয়) বোতল বিদেশী মদ এবং ০২টি ইন্ডিয়ান পাসপোর্ট উদ্ধার সহ গ্রেফতার করেন। এ সংক্রান্তে এসআই(নিঃ) কাজী আব্দুল মান্নান বাদী হয়ে যশোর কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।

For Advertisement

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য