For Advertisement
জেলা গোয়েন্দা শাখা (ডিবি), কুমিল্লা কর্তৃক ৫২ (বায়ান্ন) কেজি গাঁজা ও ০১টি পুরাতন কাভার্ড’ভ্যান গাড়ী উদ্ধার সহ ০১জন আসামী গ্রেফতার হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি), কুমিল্লা কর্তৃক ৫২ (বায়ান্ন) কেজি গাঁজা ও ০১টি পুরাতন কাভার্ড'ভ্যান গাড়ী উদ্ধার সহ ০১জন আসামী গ্রেফতার হয়েছে।
চীফ রিপোর্টার:
তথ্য মতে জানা যায় – মাদক মুক্ত কুমিলা গড়ে তোলার জন্য’য় – কুমিলা জেলা পুলিশ মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে। এর – ধারাবাহিক’তায় গত ১৫/০২/২০২৪ খ্রিঃ তারিখ জেলা গোয়েন্দা শাখা কুমিল্লা’য় কর্মরত এসআই (নিঃ)/আরিফুল ইসলাম, এএসআই/ গিয়াস উদ্দিন, এএসআই/মোঃ মোস্তাফিজুর রহমান ও সঙ্গীয় ফোর্স সহ কুমিল্লা জেলা’র সকল থানা এলাকা’য় মাদক’দ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করা কালে গোপন সংবাদ – এর – ভিত্তিতে কুমিল্লা চৌদ্দগ্রাম থানাধীন চট্টগ্রাম-কুুমিল্লা-ঢাকা গামী মহাসড়ক – এর – মিয়া’বাজার সাকিন’স্থ প্রতাপপুর রাস্তা’র মাথা’য় ওৎপেতে থাকলে ঢাকা মেট্রো-ট-১৫-০০৭৯ রেজিঃনম্বরের একটি পুরাতন নীল/হলুদ রংয়ের কাভার্ড’ভ্যান গাড়ী আসতে দেখে গাড়ীটি থামানোর জন্য চালককে সংকেত দিলে চালক সহ গাড়ীতে থাকা অপর একজন ডিবি পুলিশকে চিনতে পেরে চালক উক্ত স্থানে গাড়ীটি থামিয়ে কৌশলে গাড়ীর দরজা খুলে দ্রুত পালিয়ে যায় এবং গাড়ীর ভিতরে চালকের পাশের সিটে বসা মাদক ব্যবসায়ী – মোঃ লাবলু (২৯), পিতা-মৃত নুরুন্নবী, মাতা-মনোয়ারা বেগম, গ্রাম-মির্জানগর (জয় মিয়ার বাড়ী), থানা-মেঘনা, জেলা-কুমিল্লা, বাংলাদেশ। বর্তমান ঠিকানা- গ্রাম-তারাবৌ ভরাবৌ বাজার (আতাউর রহমান এর বাড়ীর ভাড়াটিয়া), থানা-রূপগঞ্জ, জেলা-নারায়নগঞ্জ, বাংলাদেশ। এর দেখানো মতে মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ট-১৫-০০৭৯ রেজিঃ নম্বরের পুরাতন নীল/হলুদ রংয়ের কাভার্ডভ্যান গাড়ীটি তল্লাশী করে গাড়ীর পিছনের বডিতে ০৩(তিন) টি প্লাষ্টিকের বস্তার ভিতরে রক্ষিত সর্বমোট ৫২ (বায়ান্ন) কেজি গাঁজা পেয়ে উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করে।
উক্ত ঘটনায় চৌদ্দগ্রাম থানা’য় এজাহার দায়ের করলে চৌদ্দগ্রাম থানা’র মামলা নং-২৪ তারিখ-১৬/০২/২৪খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) – এর – টেবিল ১৯(গ)/৩৮/৪১ তে – রুজু করা হয়েছে।
For Advertisement
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য