For Advertisement
জেলা পুলিশের মাদক বিরোধী গণসচেতনতামূলক আলোচনা সভা-২০২৪।
৬ এপ্রিল ২০২৪, ১:৩১:৪৮
জেলা পুলিশের মাদক বিরোধী গণসচেতনতামূলক আলোচনা সভা-২০২৪।
জেলা পুলিশের মাদক বিরোধী গণসচেতনতামূলক আলোচনা সভা-২০২৪।
অদ্য ৪ এপ্রিল ২০২৪খ্রি. উপজেলা প্রশাসন ও মাদক দ্রব্য অধিদপ্তর, হবিগঞ্জ কর্তৃক আয়োজিত মাদক বিরোধী গণসচেতনতামূলক আলোচনা সভা-২০২৪ এ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আক্তার হোসেন বিপিএম-সেবা।
পুলিশ সুপার মহোদয় বক্তব্যে বলেন, মাদকাসক্তি একটি সামাজিক ও জনস্বাস্থ্য সমস্যা। সমাজ থেকে মাদকাসক্তি দূর করতে পরিবারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি পরিবারের সচেতনতা, ভালবাসা, দৃঢ় অঙ্গীকার ও সক্রিয় ভূমিকা মাদকাসক্তি নামক বিভীষিকাকে কঠোরভাবে প্রতিরোধ করা সম্ভব। একই সাথে সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার এবং প্রত্যেক পরিবার, সমাজকে এ কাজে এগিয়ে আসতে হবে। হবিগঞ্জ জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদক ও মাদক ব্যবসায়ীকে কোনক্রমেই ছাড় দেয়া হবে না। পুলিশ সুপার মাদকের বিরুদ্ধে উপস্থিত সকলকে একসাথে মিলেমিশে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছাঃ জিলুফা সুলতানা, জেলা প্রশাসক, হবিগঞ্জ, জনাব ইমদাদুল বারী খান, অধিনায়ক, ৫৫ বিজিবি, হবিগঞ্জ, জনাব মোহাম্মদ আবুল মনসুর, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট, হবিগঞ্জ, জনাব এ কে এম ফয়সাল, উপজেলা নির্বাহী অফিসার, মাধবপুর, হবিগঞ্জ সহ বিভিন্ন শ্রেণীর ব্যক্তিবর্গ।
For Advertisement
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© Cumillar Voice ২০২৪ - Developed by RL IT BD
মন্তব্য