প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

For Advertisement

টিকিট কালোবাজারির অভিযোগে ময়মনসিংহে এক রেলওয়ে কর্মচারী (বুকিং সহকারী) মো. রফিকুল ইসলামকে আটক করেছে পুলিশ।

৬ মার্চ ২০২৪, ৯:০১:৩৬

টিকিট কালোবাজারির অভিযোগে ময়মনসিংহে এক রেলওয়ে কর্মচারী (বুকিং সহকারী) মো. রফিকুল ইসলামকে আটক করেছে পুলিশ।

টিকিট কালোবাজারির অভিযোগে ময়মনসিংহে এক রেলওয়ে কর্মচারী (বুকিং সহকারী) মো. রফিকুল ইসলামকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে জব্দ করা হয়েছে ১২টি টিকিট।

সোমবার বিকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন ঢাকা রেলওয়ে বিভাগের পুলিশ সুপার আনোয়ার হোসেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রফিকুলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে টিকিট কালোবাজারির অভিযোগ রয়েছে। রোববার রাত ১১টার দিকে রেলওয়ে স্টেশনে অভিযান চালায় পুলিশ।

এ সময় ১২টি টিকিট, ৫১০০ টাকা, দুটি মোবাইল ফোন, সাধারণ যাত্রীদের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর সম্বলিত তালিকাসহ রফিকুলকে আটক করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রফিকুল ইসলাম দায়িত্ব পালনের সময় কাউন্টারে টিকিট কাটতে আসা সাধারণ যাত্রীদের মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্রের নম্বর সংগ্রহ করে একটি তালিকা প্রস্তুত করে নিজের কাছে রেখে দিতেন। পরে সুযোগ বুঝে সাধারণ যাত্রীদের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর ব্যবহার করে বিভিন্ন গন্তব্যের ভিন্ন ভিন্ন ট্রেনের টিকিট কেটে নিজের কাছে রেখে দিতেন।

এরপর বাইরে এনে পরিচিত দালাল ও কালোবাজারিদের কাছে সরবরাহ করতেন। টিকিট বিক্রির লভ্যাংশ তিনি বিকাশ ও নগদ অ্যাপসের মাধ্যমে বুঝে নিতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। রফিকুলের বিরুদ্ধে রেলওয়ে থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

For Advertisement

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য