For Advertisement
ডাকাতি মামলার চার চারটি ওয়ারেন্ট ভুক্ত মামলার আসামি জহির, আনুমানিক ১৭ সাল থেকে পালিয়ে গিয়েছে কাতার এখন চলছে ২০২৪ সাল।
২৯ এপ্রিল ২০২৪, ৯:২০:১৪
ডাকাতি মামলার চার চারটি ওয়ারেন্ট ভুক্ত মামলার আসামি জহির, আনুমানিক ১৭ সাল থেকে পালিয়ে গিয়েছে কাতার এখন চলছে ২০২৪ সাল।
কুমিল্লা’র রিপোর্ট:
ডাকাত জহির পিতা মৃত চান্দু মিয়া, গ্রাম রাজাপুর উত্তরপাড়া খালপাড়, পোস্ট: রাজেন্দ্রপুর ৩ নং দক্ষিণ দুর্গাপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড কোতয়ালী মডেল থানা সদর কুমিল্লা।
গোপন তথ্যের ভিত্তিতে সংবাদ পাওয়া গেছে, যত ডাকাতি করার জন্য ইনফর্মেশন দিয়ে থাকেন ডাকাত জহিরকে, লাল দাড়িওয়ালা মোঃ সরোয়ার মিয়া পিতা মৃত শামসুল হক। গ্রাম: রাজাপুর, পোস্ট: রাজেন্দ্রপুর ৩ নং দক্ষিণ দুর্গাপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড কোতয়ালী মডেল থানা সদর কুমিল্লা।
ডাকাতি মামলার ওয়ারেন্ট ভুক্ত, আসামি জহির কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে ডাকাতি মামলায় একাধিকবার জেলও খেটেছিল। জহির পরবর্তীতে পালিয়ে গিয়েছে কাতার, ডাকাত জহিরের ভয়ে অতিষ্ঠ একাধিক এলাকাবাসী রাজাপুর ও পাশের গ্রামে কৃষ্ণনগর ঘোড়ামারা এই দুইটি গ্রামের ও ডাকাতি মামলার আসামি জহির আরো হুমকি দিয়ে থাকেন। যদি তাকে কেউ ধরিয়ে দেওয়ার চেষ্টা করে, পরবর্তীতে তাদের পরিবারের সবাইকে মেরে ফেলার হুমকি দিয়ে যাচ্ছে ডাকাত জহির, একাধিক মামলার আসামি ডাকাত জহির।
ডাকাত জহির ও সরোয়ারের জন্য অপেক্ষা করছে হ্যান্ডকাপ, ও বাংলাদেশ পুলিশ।
For Advertisement
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© Cumillar Voice ২০২৪ - Developed by RL IT BD
মন্তব্য