For Advertisement
ঢাকা জেলার আশুলিয়া থানা পুলিশ কর্তৃক ০৫ ই আগস্ট কেন্দ্রিক হত্যা মামলাসহ নিয়মিত মামলার ০৪ জন আসামী গ্রেফতার ।

ঢাকা জেলার আশুলিয়া থানা পুলিশ কর্তৃক ০৫ ই আগস্ট কেন্দ্রিক হত্যা মামলাসহ নিয়মিত মামলার ০৪ জন আসামী গ্রেফতার ।
ঢাকা জেলার পুলিশ সুপার ও বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক জনাব মোঃ আনিসুজ্জামান মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে আশুলিয়া থানা পুলিশের একাধিক চৌকস টিম ১৫/০১/২০২৫ খ্রিস্টাব্দ গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানা এলাকিায় অভিযান পরিচালনা করিয়া ১. আশুলিয়া থানার এফআইআর নং-৭, তারিখ- ১৬ আগস্ট, ২০২৪; ধারা-147/148/149/302/114/34 The Penal Code, 1860; এর এজাহার নামীয় আসামী-তাইজুল তালুকদার (৫০), (আওয়ামীলীগ নেতা, ঢাকা জেলা, মুরাদ জংয়ের চাচাতো ভাই) পিতা-আজিজুল হক তালুকদার ওরফে ঘুঘুরা আলী তালুকদার সাং-টংগা বাড়ি, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ২. আশুলিয়া থানার ,এফআইআর নং-৭৮, তারিখ: ২৯ অক্টোবর, ২০২৪ ধারা-143/147/148/149/324/325/326/307/114/34 The Penal Code, 1860; এজাহার নামীয় আসামী-মানিক পালোয়ান (৪০) (সাংগঠনিক সম্পাদক, যুবলীগ, ইউপি আশুলিয়া, ঢাকা) পিতা মৃত ঠান্ডু পালোয়ান মাতা মৃত -সাহত্তন বেগম স্থায়ী ঠিকানা-কাঠগড়া, পালোয়ান বাড়ি থানা আশুলিয়া, ঢাকা, ৩. (ক) আশুলিয়া থানার ,এফআইআর নং-১৬, তারিখ- ০৯ সেপ্টেম্বর, ২০২৪; ধারা- 147/148/ 149/323/326/307/34 The Penal Code, 1860; (খ) আশুলিয়া থানার ,এফআইআর নং-৭৮, তারিখ- ২৯ অক্টোবর, ২০২৪; ধারা- 143/147/148/149/324/325/ 326/307/114/34 The Penal Code, 1860; এর এজাহার নামীয় আসামী- আশরাফ আহমেদ (৪০) (এক নম্বর ওয়ার্ড যুবলীগের সেক্রেটারি, ইউপি-আশুলিয়া) পিতা মৃত আহমেদজলিল মাস্টার মাতা-ফিরোজা বেগম, স্থায়ী ঠিকানা-কাঠ গড়া, থানা আশুলিয়া ,ঢাকা, মুরাদ জংয়ের, নির্বাচনকালীর প্রধান সমন্বয়ক, ৪. আশুলিয়া থানার এফআইআর নং-৭, তারিখ-১৬ আগস্ট, ২০২৪; ধারা-147/148/149 /302/114/34 The Penal Code, 1860; এই মামলায় তদন্তে প্রাপ্ত আসামী-মমিনুল হক (৪৫), সভাপতি, আশুলিয়া থানা শ্রমিক লীগ, পিতা-মৃত মুজিবুল হক, মাতা-মৃত জাহানারা বেগম স্থায়ী ঠিকানা-দক্ষিণ গাজীরচট, থানা-আশুলিয়া, জেলা ঢাকাদেরকে গ্রেফতার করা হয়। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
For Advertisement
প্রধান সম্পাদক ও প্রকাশক : কাজী ফাতেমা আক্তার বৃষ্টি
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জাগুরঝুলি বিশ্ব রোড, আদর্শ সদর, কুমিল্লা ৩৫০০.
+880 0161812800
ইমেইল : cumillavoice20@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য