For Advertisement
দস্যুতা মামলা রুজু হওয়া ০৩ ঘন্টার মধ্যে মূল আসামী ছিনতাইকৃত অটোরিক্সা ও ছিনতাই এর কাজে ব্যবহৃত ধারালো ছোরাসহ গ্রেফতার।
দস্যুতা মামলা রুজু হওয়া ০৩ ঘন্টার মধ্যে মূল আসামী ছিনতাইকৃত অটোরিক্সা ও ছিনতাই এর কাজে ব্যবহৃত ধারালো ছোরাসহ গ্রেফতার।
১৫/০২/২০২৪ তারিখ সন্ধ্যা আনুমানিক ০৬:০০ ঘটিকার সময় বাদীর ভাতিজা ১নং সাক্ষী (ভিকটিম) তাহার চালিত অটোরিক্সা নিয়া জীবিকার উদ্দেশ্যে বাড়ি হইতে বাহির হয়। পরবর্তীতে কে বা কাহারা বাদীর ভাতিজা ১নং সাক্ষী (ভিকটিম) ‘কে মারধর করে গুরুত্বর জখম করিয়া দড়িয়ারপাড় ঈদগাহ এর উত্তর পাশে পাকা রাস্তার উপর ফেলে অটোরিক্সা চালকের অটোরিক্সা ছিনতাই করে নিয়ে যায়। পরবর্তীতে ইং ১৭/০২/২৪ তারিখ ০০.০৫ ঘটিকায় ভিকটিমের চাচা সুমন ভূইয়া বাদী থানায় অজ্ঞাতনামা ০১ জন আসামীর বিরুদ্ধে এজাহার দায়ের করিলে মামলাটি রুজু হয়। মামলার রুজু হওয়ার পর মামলা তদন্তকারী অফিসার এসআই (নিঃ) শফিক উল্লাহ অভিযান পরিচালনা করিয়া ছিনতাই রাত্র ০২.৪০ ঘটিকার সময় ব্রাহ্মণপাড়া থানাধীন ০৮নং মালাপাড়া ইউপিস্থ রামনগর পশ্চিম পাড়া সাকিনে আল মদিনা জামে মসজিদের দক্ষিণ পাশে সাহেবাবাদ টু কংশনগর গামী পাকা রাস্তার উপর হতে ছিনতাইকারী মো: রুবেল মিয়া (৩০), পিতা- মো: রোকুন উদ্দিন প্রকাশ রুকু মিয়া, মাতা-ফিরোজা খাতুন, সাং-টাকই (আব্দু মেম্বারের বাড়ী), ৫নং ওয়ার্ড, ৭নং সাহেবাবাদ ইউপি, থানা-ব্রাহ্মণপাড়া, জেলা-কুমিল্লাকে ছিনতাইকৃত অটোরিক্সাসহ ধৃত করেন। ধৃতকালে আসামী অটোরিক্সাটি গত ১৫/০২/২৪খ্রিঃ তারিখে রাত্র অনুমান ০৮.৩০ ঘটিকার সময় দড়িয়ারপাড় হতে ছিনতাই করেছে মর্মে স্বীকার করে। আসামীর দেয়া তথ্য মতে পরবর্তীতে ছিনতাই কাজে ব্যবহৃত রক্তমাখা ধারালো ছুরিটি পুলিশ উদ্ধার করে। ধৃত আসামী একজন পেশাদার আন্তজেলা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য হয়ে বিভিন্ন থানায় অটোরিক্সা ছিনতাই করে আসতেছে
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
For Advertisement
প্রধান সম্পাদক ও প্রকাশক : কাজী ফাতেমা আক্তার বৃষ্টি
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জাগুরঝুলি বিশ্ব রোড, আদর্শ সদর, কুমিল্লা ৩৫০০.
+880 0161812800
ইমেইল : cumillavoice20@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য