For Advertisement
নেত্রকোনা দুর্গাপুরে মোটরসাইকেল উদ্ধারসহ ০২জন মোটরসাইকেল চোর গ্রেফতার।
নেত্রকোনা দুর্গাপুরে মোটরসাইকেল উদ্ধারসহ ০২জন মোটরসাইকেল চোর গ্রেফতার।
𝐏𝐨𝐥𝐢𝐜𝐞 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐂𝐞𝐥𝐥,𝐍𝐞𝐭𝐫𝐨𝐤𝐨𝐧𝐚
[ 23.02.2024]
বাদী অভিযোগ দায়ের করেন যে, গত ১৬/০২/২০২৪ তারিখ বিকাল অনুমান ০৫.০০ ঘটিকার সময় দুর্গাপুর পৌরসভাধীন।
ঘোরাইদ সাকিনস্থ জি.বি.সির মাঠে গারো সম্প্রদায়ের সভা হয়। উক্ত সভার গেইটের সামনে বাদী তাহার একটি কালো রংয়ের রেজিস্টেশন বিহীন ডিসকভার ১১০ সিসি মোটরসাইকেল যাহার ইঞ্জিন নং-
JBXWMK03254 চেচিস নং-PSUA15AZ5MTA41
101. রাখিয়া যায়। যাহার মূল্য অনুমান ৬০,০০০/- টাকা। পরবর্তীতে একই তারিখ সন্ধ্যা অনুমান ০৭.০০ ঘটিকার সময় বাদী সভা শেষ করিয়া মোটরসাইকেল রাখার স্থানে আসিয়া দেখতে পান যে, বাদীর রেখে যাওয়া মোটরসাইকেলটি উল্লেখিত স্থানে নাই।
বাদীর অভিযোগের প্রেক্ষিতে দুর্গাপুর থানার মামলা নং-১৯, তারিখ-২৩/০২/২০২৪ খ্রি. ধারা-৩৭৯ দঃ বিঃ রুজু হয়।
পরবর্তীতে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা-এসআই/মোঃ লিটন মিয়া তাহার সঙ্গীয় টিমসহ বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করিয়া গোপন সংবাদের ভিত্তিতে ধৃত আসামী-১। মোঃ আল আমিন (৩২), পিতা-মনির উদ্দিন, সাং-হাটিমারাকান্দা
হাতিমারা কান্দা, ২। আনোয়ার হোসেন (২৮), পিতা-আবুল কাশেম, মাতা-আনোয়ারা বেগম, সাং-ভূলিগাঁও, উভয় থানা-দুর্গাপুর, জেলা-নেত্রকোণান্বয়কে আটক করিয়া তাহাদের নিকট হইতে বাদী অভিযোগ দায়েরের ০৮ আট, ঘন্টার মধ্যেই চুরি যাওয়া উল্লেখিত মোটরসাইকেলটি উদ্ধার করেন।
উক্ত বিষয়ে দুর্গাপুর থানার মামলা নং-১৯, তারিখ-২৩/০২/২০২৪ খ্রি. ধারা-৩৭৯ দঃ বিঃ রুজু করিয়া ধৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
For Advertisement
প্রধান সম্পাদক ও প্রকাশক : কাজী ফাতেমা আক্তার বৃষ্টি
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জাগুরঝুলি বিশ্ব রোড, আদর্শ সদর, কুমিল্লা ৩৫০০.
+880 0161812800
ইমেইল : cumillavoice20@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য