শনিবার ৩ মে, ২০২৫

For Advertisement

পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন কক্সবাজারের সন্তান মো: সাইফুল্লাহ ।

১৫ জানুয়ারি, ২০২৫ ৭:৫৭:৪২
পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন কক্সবাজারের সন্তান মো: সাইফুল্লাহ ।

পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন কক্সবাজারের সন্তান মো: সাইফুল্লাহ ।

পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার কৃতি সন্তান মো: সাইফুল্লাহ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে এ আদেশ জারি হয়। বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে মো: সাইফুল্লাহকে পুলিশ সুপার পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। তিনি এতদিন এডিশনাল পুলিশ সুপার হিসেবে পুলিশ সদরদপ্তরে নিয়োজিত ছিলেন এবং বিভিন্ন ইউনিটে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

সাহসিকতার সঙ্গে অপরাধ দমন এবং কর্মক্ষেত্রে যথাযথভাবে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ এ বছর ৩ জানুয়ারি তিনি প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) লাভ করেন।
মেধাবী ও চৌকস পুলিশ অফিসার মো: সাইফুল্লাহ ১৯৭৫ সালে টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের শামলাপুর গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহন করেন। তিনি কক্সবাজারের প্রখ্যাত রাজনীতিবিদ ও শিক্ষাবিদ টেকনাফ উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম শামসুদ্দিন আহমদের ৩য় পুত্র এবং স্থানীয় জমিদার মরহুম ফজলুর রহমান মিয়াজীর দৌহিত্র।

তিনি ১৯৯৫ সালে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৯৭ সালে কক্সবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্ব সম্পন্ন করেন। ২৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মো: সাইফুল্লাহ কক্সবাজার জেলার প্রথম সন্তান হিসেবে পুলিশ ক্যাডারে যোগদান করেন এবং ২০১০ সালে সহকারী পুলিশ সুপার পদে কর্মজীবন শুরু করেন।

পুলিশ ক্যাডারে যোগদানের পূর্বে তিনি ২৬তম বিশেষ বিসিএস (সা: শিক্ষা) ক্যাডারে উত্তীর্ণ হয়ে সন্দ্বীপ সরকারি কলেজ এবং সাতকানিয়া সরকারি কলেজে ইংরেজি বিভাগের প্রভাষক হিসেবে কিছুকাল দায়িত্ব পালন করেন। তাঁর স্ত্রী রোমানা রহমান সম্পা বর্তমানে বাংলাদেশ সরকারের ডেপুটি সেক্রেটারি (২৫ তম বিসিএস- প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, এসপি পদে পদোন্নতি পাওয়া মো: সাইফুল্লাহর বড়ভাই মো: শহিদুল্লাহ (সাবেক জাতিসংঘ কর্মকর্তা) বর্তমানে ফ্রান্স ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা “একটেড বাংলাদেশ ” এর গভর্নমেন্ট লিয়াজো ম্যানেজার হিসাবে কর্মরত আছেন। মেজভাই মরহুম হামিদ উল্লাহ সিনিয়র এক্সিকিউটিভ অফিসার হিসেবে বাংলাদেশ আল- আরাফাহ ইসলামি ব্যাংকে নিয়োজিত ছিলেন এবং ছোটভাই মোহাম্মদ ফয়েজ উল্লাহ ৩৩তম বিসিএস (সা: শিক্ষা) ক্যাডার হিসেবে কক্সবাজার সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগে দায়িত্বরত রয়েছেন ।

 

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

For Advertisement

সম্পাদক : কাজী মোঃ সাইফুল ইসলাম
প্রধান সম্পাদক ও প্রকাশক : কাজী ফাতেমা আক্তার বৃষ্টি
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জাগুরঝুলি বিশ্ব রোড, আদর্শ সদর, কুমিল্লা ৩৫০০.
+880 1710-818277
+880 0161812800
ইমেইল : cumillavoice20@gmail.com

Developed by RL IT BD