প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

For Advertisement

প্রচন্ড গরমে বিল্ডিং বা পাকা বাড়িতে AC ছাড়াই ঠান্ডা পরিবেশে থাকতে, একটি পরামর্শ যা অত্যন্ত সহজ উপায়ে করতে পারবেন। 

২৯ এপ্রিল ২০২৪, ৮:৩৭:৩৯

প্রচন্ড গরমে বিল্ডিং বা পাকা বাড়িতে AC ছাড়াই ঠান্ডা পরিবেশে থাকতে, একটি পরামর্শ যা অত্যন্ত সহজ উপায়ে করতে পারবেন। 

প্রচন্ড গরমে বিল্ডিং বা পাকা বাড়িতে AC ছাড়াই ঠান্ডা পরিবেশে থাকতে, একটি পরামর্শ যা অত্যন্ত সহজ উপায়ে করতে পারবেন। 
AC যাদের আছে তাদেরও কিন্তু এসিতে লোডটা অনেক কম পড়বে এই পদ্ধতি ব্যবহার করলে। কলিচুন + জিঙ্ক অক্সাইড + হোয়াইট সিমেন্ট + ফেবিকল। পাথুরে চুন পরিমাণমত সারারাত ভিজিয়ে রেখে দিবেন। সিলভারের বালতিতে বা দোকান থেকে তেলের একটা খালি টিন কিনে এনে, সেটাতেই পারলে ভিজিয়ে রাখবেন।
পরের দিন ভোরবেলা সূর্য ওঠার আগেই সব একসাথে মিশিয়ে গাঢ় তরল আকারে করে নিলেন। তারপর একটি মগ দিয়ে ছাদে ফেলে ঝাঁটা/ব্রাশ দিয়ে বিছিয়ে দিতে হবে।
11’*13′ একটা রুমের জন্য 5 কেজি পাথুরে চুন + 1.5 কেজি হোয়াইট সিমেন্ট + 1.5 কেজি তরল ফেবিকল (প্যাকেটে যেটা পাওয়া যায়) + 1 কেজি জিঙ্ক অক্সাইড। এতেই যথেষ্ট মোটা আস্তরণ হয়ে যাবে।
তবে এটার লং জিবিটি ২ থেকে ৩ বছর। বর্ষার টানা বৃষ্টি পেলে কিন্তু আস্তরণটা আস্তে আস্তে ধুয়ে যাবে। পরের বছর আবার একই নিয়োমে গরমের শুরুতে দিয়ে নিতে হবে।
** একটা রুমের জন্য মাত্র ৭০০ থেকে ৮০০ টাকার মত খরচ হবে।
** ছাদের কোনো রকম ক্ষতি হবে না বরং ছাদের টেকসই বেড়ে যাবে।

For Advertisement

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য