For Advertisement
কুুমিল্লা জেলা’র কোতয়ালী থানা’ধীন ৩ নং দূর্গাপুর দক্ষিণ মডেল ইউনিয়ন পরিষদ এলাকা’র রঙ্গপুর গ্রামে অবৈধ ভাবে ভূমি দখলের চেষ্টা করছে দুষ্কৃতকারী’রা।
বাংলাদেশ এর কুুমিল্লা জেলা'র কোতয়ালী থানা'ধীন ৩ নং দূর্গাপুর দক্ষিণ মডেল ইউনিয়ন পরিষদ এলাকা'র রঙ্গপুর গ্রামে অবৈধ ভাবে ভূমি দখলের চেষ্টা করছে দুষ্কৃতকারী'রা।
বাংলাদেশ এর কুুমিল্লা জেলা’র কোতয়ালী থানা’ধীন ৩ নং দূর্গাপুর দক্ষিণ মডেল ইউনিয়ন পরিষদ এলাকা’র রঙ্গপুর গ্রামে অবৈধ ভাবে ভূমি দখলের চেষ্টা করছে দুষ্কৃতকারী’রা।
মাহবুব আলম (বিভাগীয় সম্পাদক) গত ১৬-০৯-২০২৪ ইং তারিখে বাংলাদেশ এর কুুমিল্লা জেলা’র কোতয়ালী থানা’ধীন আদর্শ সদর উপজেলা’র ৩ নং দক্ষিণ মডেল ইউনিয়ন পরিষদ এলাকা’র রঙ্গপুর মৌজা’র দাগ নং : ৩, পরিমান : ১ শতক ২৭ সেন্ট ভূমি’র ভাড়াটিয়া শাহিদ হোসেন এর থাকা’র ঘর ও তাঁর হাঁস, মুরগি পালন এর ঘর ভেঙ্গে ইটের ওয়াল তৈরী করে উক্ত ভূমি অবৈধ ভাবে দখল করা’র চেষ্টা করছে দুষ্কৃতকারী’রা। উক্ত বিষয়ে উক্ত ভূমি’র ভাড়াটিয়া শাহিদ গণমাধ্যমকে বলেছে গতোকাল সোম’বার সকাল ১২ ঘটিকা’য় আমি খেতাসার গ্রাম এর হান্নান কাকা’র দোকানে নাস্তা করছিলাম এমতাবস্থায় রঙ্গপুর গ্রাম এর মনা পরিকল্পিতো ভাবে আমাকে হত্যা’র উদ্দ্যশ্য’য় তুলে নিতে এলে আমি বুঝতে পারি মনা’র পূর্ব পরিকল্পনা। আমি পরবর্তীতে মনা’র সাথে না যেয়ে আমার অন্য কাজে দোকান হতে বের হয়ে যাই। কাজ সেরে রাত ০৯’টায় আমার রঙ্গপুর ঘরে যেয়ে জানতে পারি রঙ্গপুর গ্রাম এর মনা ও মদিনগর গ্রাম এর হিরন মিয়া’র ছেলে মনির আমার ঘর ভেঙ্গে মালামাল নিয়ে গেছে। আজ মঙ্গল’বার ১৭-০৯-২০২৪ ইং তারিখ তারা আমার ঘর ও খামারের ভূমিতে পাকা ইট দিয়ে ওয়াল তৈরী করে উক্ত ভূমি দখলের চেষ্টা করছে। উক্ত দুষ্কৃতকারী’দের আইন এর আওতায় এনে সাজা প্রদানের অনুরোধ জানায় বাংলাদেশ’য়ের সুশীল সমাজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর প্রতি।
For Advertisement
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য