For Advertisement
বাহুবল থানা পুলিশ কর্তৃক সমরা তাতি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার ও মাধবপুরে জুয়া খেলার সামগ্রীসহ ০৬ জন পেশাদার জুয়াড়ী গ্রেফতার।
২৬ মার্চ ২০২৪, ৩:৩১:০১
বাহুবল থানা পুলিশ কর্তৃক সমরা তাতি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার ও মাধবপুরে জুয়া খেলার সামগ্রীসহ ০৬ জন পেশাদার জুয়াড়ী গ্রেফতার।
বাহুবল থানা পুলিশ কর্তৃক সমরা তাতি হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার ও মাধবপুরে জুয়া খেলার সামগ্রীসহ ০৬ জন পেশাদার জুয়াড়ী গ্রেফতার।
হবিগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আক্তার হোসেন বিপিএম-সেবা সার্বিক তত্ত্বাবধানে, বাহুবল মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ১৬/০৩/২০২৪খ্রিঃ তারিখে সমরা তাতি হত্যা মামলার প্রধান আসামী।
আত্নগোপনে থাকা দূলর্ভ চাষা (৫৭), পিতা-মৃত ডিবাচাষা, মাতা-তারবতী চাষা, সাং-রশিদপুর চা-বাগান কোয়ার্টার লেন, ৭নং ভাদেশ্বর ইউপি, থানা-বাহুবল।
জেলা-হবিগঞ্জকে মৌলভীবাজার জেলাধীন শ্রীমঙ্গল থানা এলাকার ফুলছড়া চা-বাগানের কোয়ার্টার হতে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতারের পূর্বে মামলার ঘটনাস্থল হতে হত্যা কান্ডে ব্যবহৃত কুড়াল (তাবল) উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
এছাড়াও জেলাব্যাপী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে মাধবপুর থানাধীন ০৭নং জগদীশপুর ইউ/পির অন্তর্গত মির্জাপুর সাকিনের জনৈক মৃত বোরহান উদ্দিন এর বাড়ীর পশ্চিম ভিটির সেমি পাঁকা বসত ঘরের উত্তর পাশের কক্ষের ভিতরে ফ্লোরের উপর হতে ২০/০৩/২০২৪ খ্রিঃ তারিখ ২১:১৫ ঘটিকার সময় আসামী ১। মোঃ আব্দুর রহিম (২৬), পিতা- মৃত আক্কল আলী, সাং- ঘাড়াউক, চাপরতলা ইউপি, ২। মোঃ মারুফ মিয়া (৪০), পিতা- মৃত শুক্কুর আলী, সাং- চাপরতলা, ৩। মোঃ সাদ্দাম হোসেন (৩০), পিতা- মৃত রহমত আলী, সাং- কালিউতা, সর্ব থানা- নাসিরনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, ৪। মোঃ জামাল মিয়া (২৭), পিতা- মোঃ জালাল মিয়া, সাং- নারায়নখোলা, ৫। মোঃ আনোয়ার মিয়া (৩১), পিতা- মোঃ মিয়াব আলী, সাং- সুলতানপুর, ০৪নং আদাঐর ইউপি, উভয় থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ, ৬। মোঃ আতাব মিয়া (৩৫), পিতা- মৃত দিদার হোসেন, সাং- শানখোলা, থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জদেরকে জুয়া খেলারত অবস্থায় বর্ণিত আসামীদের জুয়ার তাস ও টাকা সহ হাতেনাতে আটক করা হয়। পুলিশের উপস্থিতি দেখতে পাইয়া সাক্ষীগণ আগাইয়া আসলে সাক্ষীগণের সম্মুখে আলামত গুলো (ক) ৫০০/-টাকার নোট ০২টি (৫০০x২)=১০০০/-টাকা, ১০০/-টাকার নোট ১৮টি (১০০x১৮)=১৮০০/-টাকা, ৫০ টাকার নোট ০১টি (৫০x১)=৫০/-টাকা, ২০/-টাকা নোট ০১টি (২০x১)=২০/-টাকা, ১০/-টাকার নোট ০৩টি (১০x৩)=৩০/-টাকাসহ সর্বমোট ২,৯০০/-(দুই হাজার নয়শত) টাকা, (খ) এক সেট ৫২টি খোলা তাস, ০৩টি তাস যাতে ইংরেজিতে Joker লেখা সহ মোট ৫৫টি তাস ও একটি তাসের প্যাকেট যাহার গায়ে America Alpha লেখা আছে, (গ) একটি সিমেন্টের বস্তার পাটি পর্যাপ্ত টর্চ লাইট ও বৈদ্যুতিক বাতির আলোতে উদ্ধার পূর্বক জব্দ করা হয়। এই সংক্রান্তে গ্রেফতারকৃত ০৬ জন আসামী এর বিরুদ্ধে মাধবপুর থানার মামলা নং-৩৭, তারিখ-২০/০৩/২০২৪খ্রিঃ, ধারা-১৮৬৭ সনের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ রুজু হয়।
For Advertisement
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© Cumillar Voice ২০২৪ - Developed by RL IT BD
মন্তব্য