প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

For Advertisement

বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতি কাজে ব্যবহৃত সরঞ্জামসহ মিয়মিত (ডাকাতি প্রস্তুতি) মামলার আসামী ও পুর্বের নিয়মিত মামলার আসামীসহ অন্যান্য আইনে আসামী গ্রেফতার -০৫ জন।

৯ এপ্রিল ২০২৪, ১০:৪৫:০৮

বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতি কাজে ব্যবহৃত সরঞ্জামসহ মিয়মিত (ডাকাতি প্রস্তুতি) মামলার আসামী ও পুর্বের নিয়মিত মামলার আসামীসহ অন্যান্য আইনে আসামী গ্রেফতার -০৫ জন।

বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতি কাজে ব্যবহৃত সরঞ্জামসহ মিয়মিত (ডাকাতি প্রস্তুতি) মামলার আসামী ও পুর্বের নিয়মিত মামলার আসামীসহ অন্যান্য আইনে আসামী গ্রেফতার -০৫ জন।
লক্ষ্মীপুর জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারেক বিন রশিদ, পিপিএম স্যারের দিক-নির্দেশনায় অদ্য ০৮/০৪/২০২৪ইং তারিখ কমলনগর থানার অফিসার ইনচার্জ, জনাব মোঃ তহিদুল ইসলাম মহোদয়ের নেতৃত্বে এসআই/মোঃ ইসমাইল, এসআই/জাহাঙ্গীর আলম, এসআই/মোঃ জুয়েল হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করিয়া নিয়মিত মামলা ও পরোয়ানা ভুক্ত আসামী  ১. মোঃ আব্দুর রহমান @ সবুজ(২৮), পিতা-মৃত শফিউল্যাহ, মাতা-মৃত রহিমা বেগম , সাং-মোহাম্মদ নগর, (শফি উল্যার নতুন বাড়ী), ১নং ওয়ার্ড, ১৪নং মান্দারী ইউপি) , থানা- চন্দ্রগঞ্জ, জেলা লক্ষ্মীপুর, বর্তমানসাং- চর পাগলা (৯নং ওয়ার্ড, ৯নং তোরাবগঞ্জ ইউপি) , থানা- কমলনগর, জেলা -লক্ষ্মীপুর,  বেল্লাল(২২), পিতা-নুরুল ইসলাম, মাতা-রহিমা বেগম , ঠিকানা: স্থায়ী: সাং- জাহাজমারা, থানা- সুবর্ণচর, জেলা -নোয়াখালী, বর্তমান: গ্রাম- চর জাঙ্গালিয়া (৬নং ওয়ার্ড, সরকারী পুকুরের পূর্ব পাশে) , থানা- কমলনগর, জেলা লক্ষ্মীপুর, ৩। মোঃ ফয়সাল হোসেন(১৯), পিতা-মোঃ জাহের, মাতা-মোছাঃ ফরিদা বেগম , ৪। মোঃ মামুন(১৯), পিতা-মোঃ ইসমাইল, মাতা-মোছাঃ মাহিনুর বেগম , ৫। মোঃ আবদুল(১৮), পিতা-মৃত মোঃ হোসেন, মাতা-মোছাঃ ফজিলা বেগম , সর্বসাং- মধ্য চরউভুতি, (গয়েশ উদ্দিনের বাড়ী), ৪নং ওয়ার্ড, ১৭নং ভবানীগঞ্জ ইউপি) , থানা- লক্ষ্মীপুর সদর, জেলা -লক্ষ্মীপুরদেরকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

For Advertisement

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য