For Advertisement

বীজ থেকে গাছ হবে এই আশা নিয়েই আমার ৭ বছরের মেয়ে আম, জাম, কাঁঠাল ইত্যাদি খেয়ে এদের বীজ গুলো কিছুটা মাটিতে পুঁতে দেয়।

১২ জুলাই ২০২৪, ৯:৪৬:১৫

বীজ থেকে গাছ হবে এই আশা নিয়েই আমার ৭ বছরের মেয়ে আম, জাম, কাঁঠাল ইত্যাদি খেয়ে এদের বীজ গুলো কিছুটা মাটিতে পুঁতে দেয়।

বীজ থেকে গাছ হবে এই আশা নিয়েই আমার ৭ বছরের মেয়ে আম, জাম, কাঁঠাল ইত্যাদি খেয়ে এদের বীজ গুলো কিছুটা মাটিতে পুঁতে দেয়। আর কিছু জমিয়ে রেখে দেয় পরে ফেলার জন্য।

একই রকম ভাবে এবার পালা তরমুজের কবে কখন পুঁতল জানিনা  কয়েকদিন পর দেখি গাছ  তুলে ফেলে দিচ্ছিলাম  বাড়ীর অন্যদের বারণ শুনে রেখে দিলাম শুধু মেয়ের দিকে তাকিয়ে।

ভেবে নিয়েছিলাম, এতে আর ফল আসবে কোথা থেকে  এখন তো এর সময়ও চলে গেছে  কয়েকদিন পরে একে তুলে ফেলে দিতে গিয়ে দেখি এত্ত বড় ফলটি  কি যে আনন্দ হল  সেই আনন্দই আপনাদের সঙ্গেও ভাগ করলাম।

বি.দ্র়়: কয়েকদিন পর পাখীদের ভোজন হল এই।

For Advertisement

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য