প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

For Advertisement

বীর মুক্তিযোদ্ধা এবং শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারবর্গকে সংবর্ধনা ও ইফতার মাহফিলে পুলিশ সুপার।

২৭ মার্চ ২০২৪, ১:২৪:৩১

বীর মুক্তিযোদ্ধা এবং শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারবর্গকে সংবর্ধনা ও ইফতার মাহফিলে পুলিশ সুপার।

বীর মুক্তিযোদ্ধা এবং শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারবর্গকে সংবর্ধনা ও ইফতার মাহফিলে পুলিশ সুপার।
আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক বীর মুক্তিযোদ্ধা এবং শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারবর্গকে সংবর্ধনা ও ইফতার মাহফিল রাঙ্গামাটি সদরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব রেমলিয়ানা পাংখোয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মোশারফ হোসেন খান মহোদয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মীর আবু তৌহিদ, বিপিএম (বার) মহোদয়।
অনুষ্ঠানে পুলিশ সুপার, স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সকল বীর শহিদ সহ রাজারবাগ পুলিশ লাইন্সে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে জীবন আত্মত্যাগকারী সকল বীর পুলিশ সদস্যদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
তিনি বলেন, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। দিবসটি আমাদের জাতীয় জীবনে খুবই তাৎপর্যপূর্ণ। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতা অর্জনের জন্য বাংলার অকুতোভয় দামাল ছেলেরা নিজেদের জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তখন দেশের আপামর জনতার পাশাপাশি অনেক সরকারি কর্মচারীও স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তারমধ্যে রাঙ্গামাটি জেলা পুলিশে তৎকালীন সময়ে কর্মরত ২৬ জন পুলিশ সদস্য অন্যতম। যাদের এই আত্মত্যাগের ফলেই আমরা পেয়েছি আজকের এই স্বাধীনতা।
এসময় বীর মুক্তিযোদ্ধাগণ ও শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

For Advertisement

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য