For Advertisement
বুড়িচংয়ে পূর্ব বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই আহত।
বুড়িচং প্রতিনিধি:
কুমিল্লার বুড়িচং উপজেলার আরাগ আনন্দপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হাতের খুন্তির আঘাতে বড় ভাই মোঃ ইউনুস মিয়া (৫৬) মারাত্মক ভাবে জখম হওয়ার অভিযোগ পাওয়া গিয়াছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার বিকেলে উপজেলা সদরে বাজারের আরাগ রোডের ভাঘিনা ষ্টোরের সামনে।
অভিযোগ কারী মোঃ কাজমির পিতা মৃত আবদুল অহেদ জানান বুড়িচং থানায় তার ছোট ভাই মোঃ মাসুদ, লুৎফর রহমান (লুতু),এরশাদুল হক শিশু, মন্তাজ উদ্দিন,সর্বপিতা মৃত আব্দুল অহেদ, এবং নুরু মিয়া পিতা ইদ্রিছ মিয়াকে আসামি করে একটি অভিযোগ শনিবার রাতে বুড়িচং থানায় দায়ের করে।
অভিযোগ কারী মোঃ কাজমির বলেন বিবাদীরা মোঃ মাসুদ (৩৫),লুৎফুর রহমান, এরশাদুল হক শিশু তার বড় ভাই মোঃ ইউনুস মিয়ার (৫৬) এর সঙ্গে পারিবারিক পূর্ব বিরোধের জের ধরে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে প্রান নাসের হুমকি ধামকী ভয় ভীতি প্রদর্শন অব্যহৃত রেখেছে।
গত ৩ ফেব্রুয়ারী শনিবার বিকাল ৪ টায় সময় উপজেলা সদরে বুড়িচং বাজারে আরাগ রোডের বাঘিনা ষ্টোর এর সামনে মোঃ মাসুদ, নুরু মিয়া -মোঃ ইউনুছ মিয়ার উপর পূর্ব পরিকল্পিত ভাবে দেশীয় ধারালো অস্ত্র খন্তি হাতে নিয়ে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে জখম করে।এমতাবস্থায় লুৎফর রহমান ছুরি দিয়ে বুকে আঘাত করলে হাতের আঙুল ও শরীরের অনেকাংশেই জখম হয় ইউনুস মিয়া সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে। পরে সকল আসামিরা এক সাথে লাথিমুরা মারলে শরীরের বিভিন্ন অংশ জখম হয়। স্থানীয় লোকজন তাৎক্ষণিক ভাবে ইউনুস মিয়াকে উদ্ধার করে বুড়িচং সরকারী হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করানো হয়।মোঃ কাজমির বলেন এতে করে মোঃ ইউনুছ সহ আমরা সবাই আতঙ্কে আছি। আমাকে সহ মোঃ ইউনুছ মিয়াকে জানে মেরে ফেলার হুমকি দিচ্ছে বিবাদীরা।আমাদের প্রাণের রক্ষার্থে বুড়িচং থানা অভিযোগ করলে তারা আরও উগ্রতার সাথে আমাদের উপর ক্ষেপে আছে।তিনি বলেন জীবন রক্ষার্থে এবং আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বুড়িচং থানার প্রশাসনের সহযোগিতা কামনা করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এঘটনায় বুড়িচং থানা পুলিশ রোববার বিকেলে অভিযান চালিয়ে আরাগ আনন্দ পুর গ্রামের বাড়ি থেকে আসামি এরশাদুল হক শিশু কে আটক করে থানায় নিয়ে আসে।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
For Advertisement
প্রধান সম্পাদক ও প্রকাশক : কাজী ফাতেমা আক্তার বৃষ্টি
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জাগুরঝুলি বিশ্ব রোড, আদর্শ সদর, কুমিল্লা ৩৫০০.
+880 0161812800
ইমেইল : cumillavoice20@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য