মঙ্গলবার ২৪ ডিসেম্বর, ২০২৪
For Advertisement
বুবলিকে শাকিবের জীবন থেকে সরানোর জন্য প্রয়োজনে শাকিবের তৃতীয় বিয়ে দিতেও প্রস্তুত অপু বিশ্বাস।
১৭ মে, ২০২৪ ৫:৩৫:৩৮
বুবলিকে শাকিবের জীবন থেকে সরানোর জন্য প্রয়োজনে শাকিবের তৃতীয় বিয়ে দিতেও প্রস্তুত অপু বিশ্বাস।
বুবলিকে শাকিবের জীবন থেকে সরানোর জন্য প্রয়োজনে শাকিবের তৃতীয় বিয়ে দিতেও প্রস্তুত অপু বিশ্বাস।
বুবলির সাম্প্রতিক সময়ের কিছু কথার পরিপ্রেক্ষিতে অপুর রাগটা সবারই দৃস্টিগোচর হয়েছে। বুবলি শুধু বলেছিল যে তারা কোয়ালিটি টাইম স্পেন্ড করে। ব্যাস জ্বলে উঠলেন অপু বিশ্বাস। ছোট্ট এই কথার বিপরীতে তিনি বিশাল এক কাহিনী শোনালেন সমস্ত নেট দুনিয়ার লোকদের। কথায় কথায় বুঝিয়ে দিলেন যে, অপুর জায়গা শাকিবের অন্দর মহলে, শাকিবের মা আর বোনদের সাথে আর বুবলির জায়গা শাকিবের অফিস পর্যন্ত। তিনি ছোট্ট বীরকে তার দাদি তাচ্ছিল্য করে সেটাও বোঝাতে চেস্টা করলেন।
উনি এতো কথা না বললেও পারতেন, তবুও তিনি বলেছেন, এতেই বোঝা যায় উনি কতোটা রেগে গেছেন বুবলির সেই ছোট্ট কথায়।
এবার সমস্ত নিউজ পোর্টাল যে শাকিবের তৃতীয় বিয়ের খবর প্রচার করছে সেখানে তারা শুধুই বুবলির দোষারোপ করছে, বলছে বুবলির বেফাস কথার জন্যই শাকিবের এই স্বিদ্ধান্ত। প্রশ্ন হলো, বিভিন্ন ইন্টারভিউতে শুধু কি বুবলিই শাকিব প্রসঙ্গ টানেন? অপু বিশ্বাস টানেন না, সাবেক স্বামীর মা বোনকে শ্বাশুড়ি বা ননদ বলে কি তিনি সম্বোধন করেন না? তিনি কি তাদের বাড়িতে খাবার রান্না করে।
নিয়ে যাননা? তাতে কি শাকিবের পরিবার বিরক্ত হননা? যদি না হন তাহলে অপুকে তারা আবার তাদের ছেলেকে দিয়ে বিয়ে করিয়ে ঘরে তোলেন না কেনো? তাহলেই তো সব বিতর্কের অবসান হয়ে যায়? শুধু শুধু বুবলির পেছনে পড়ে থাকা কেন? কেনো বুবলিকে প্রত্যেক অনুষ্ঠানে গিয়ে অপমান করেন অপু বিশ্বাস? উনার সাবেক স্বামীর পরিবার যদি উনাকে এতোই পছন্দ করেন তাহলে সেটা জনসমক্ষে কেনো বলেন না শাকিবের পরিবার? শাকিববকে কি বুবলি একাই সন্তানের উছিলা নিয়ে বিরক্ত করে, জয়কে নিয়ে অপু বিশ্বাস কি শাকিবের কাছে যান না? আমেরিকাতেও গেলেন সবাই দেখলো? তবে একা কেবল বুবলির দোষ কেন হবে? আর তাদের ভাষ্যমতে বুবলির যদি শাকিবের বিয়ে নাই হয় তাহলে সে কথা শাকিব কেনো বলেন না সবার সামনে? কেনো নিজের সন্তানের মাকে সবার সামনে কথা শোনান? দোষ একা অপু বিশ্বাসের না, আসলে বুবলির বিরুদ্ধে অনেক বড় শক্তিই কাজ করছে।
তাই বুবলি যাই করেন যাই বলেন সেটা নিয়ে সমালোচনা বেশী হয়। বুবলির উচিত এইসব বাদ দিয়ে কাজে আরো বেশী মনযোগী হওয়া। উনার হাতে কাজ আছে উনার বয়স আছে, উনি কাজে মনযোগী হলে অনেক বেশী নাম করতে পারবেন অনেক বেশী সফলতা পাবেন। দিনশেষে মানুষ সফল মানুষের পেছনেই থাকে, এটা বুবলির বুঝতে হবে এবং সব বাদ দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। উনার সফলতাই পারবে সব কথার জবাব দিতে।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
For Advertisement
সম্পাদক : কাজী মোঃ সাইফুল ইসলাম
প্রধান সম্পাদক ও প্রকাশক : কাজী ফাতেমা আক্তার বৃষ্টি
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জাগুরঝুলি বিশ্ব রোড, আদর্শ সদর, কুমিল্লা ৩৫০০.
প্রধান সম্পাদক ও প্রকাশক : কাজী ফাতেমা আক্তার বৃষ্টি
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জাগুরঝুলি বিশ্ব রোড, আদর্শ সদর, কুমিল্লা ৩৫০০.
+880 1710-818277
+880 0161812800
ইমেইল : cumillavoice20@gmail.com
+880 0161812800
ইমেইল : cumillavoice20@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য