For Advertisement

বৃ’দ্ধ বয়সে সারাদিন পায়ে হেঁটে পাঁচশো টাকার পান নিয়ে বিক্রির জন্য ছুটে চলেন।

৩০ জুলাই ২০২৪, ৭:৪৬:৫২

বৃ'দ্ধ বয়সে সারাদিন পায়ে হেঁটে পাঁচশো টাকার পান নিয়ে বিক্রির জন্য ছুটে চলেন।

বৃ’দ্ধ বয়সে সারাদিন পায়ে হেঁটে পাঁচশো টাকার পান নিয়ে বিক্রির জন্য ছুটে চলেন। বৃদ্ধ চাচা  আলহামদুলিল্লাহ চাচার দোকানের জন্য ৬২ হাজার টাকার ব্যবস্থা হয়েছে।
নাম চাঁন মিয়া। বয়স ৬৬ বছর। খুকনী বাজার ও হাটে পাঁচ বছরে ধরে ফেরি করে পান বিক্রি করেন।চার ছেলে কেউ বাবা মাকে দেখাশোনা ও ভাত কাপড় দেয় না।
সারাদিন হেটে বিক্রি করলে ১০০/১৫০ আবার ২০০ টাকাও আয় হয় তা দিয়ে চাচীর ওষুধ ও খাবারের ব্যবস্থা হয়। চাঁন মিয়া কাকার সাথে বাজারে কথা হলে তিনি জানান,বাবা আমি ও অ*সুস্থ যেদিন বেশি খারাপ লাগে সেদিন আর আসি না। সারাদিন হেটে হেটে যা বিক্রি হয় তা দিয়ে তোমার চাচীকে সাথে চলে যায়। আমি রান্না করে তোমার অ*সুস্থ চাচী আর আমি খাই।
তিনি আরো জানান, এখন আর খুব বেশি বিক্রি হয় না। আপনারা সবাউ মিলে যদি আমার বাড়িতে একটু মুদি দোকান করে দেন তাইলে তোমার চাচী আর আমি একটু সুখে থাকতে পারবো।-  সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর  উপজেলার বাঁশ বাড়িয়া  গ্রামে বাড়ী। আর  খুকনী বাজারে বিক্রি করেন।-  আলহামদুলিল্লাহ চাচার দোকানের টাকার ব্যবস্থা হয়েছে।প্লিজ কেউ টাকা পাঠাবেন না। মোট ৬২ হাজার ১০৪ টাকা ৬৯ পয়সার ব্যবস্থা হয়েছে।

For Advertisement

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য