প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

For Advertisement

“ভিকটিম এ্যানি আক্তার (১৫ মাস) হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার”

১৮ ফেব্রুয়ারি ২০২৪, ৮:৪৮:৪০

"ভিকটিম এ্যানি আক্তার (১৫ মাস) হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার"

গত ০১ ফেব্রুয়ারি ২০২৪খ্রি. তারিখ বানিয়াচং থানায় ভিকটিম এ্যনি আক্তার (১৫ মাস), পিতা- ইমরান আহমদ, সাং- নয়াখেল (লালাখাল), থানা-জৈন্তাপুর, জেলা-সিলেট, স্থায়ী ঠিকানা- সাং-পূর্ব গর্দ্দনা, থানা-জৈন্তাপুর, জেলা-সিলেট বর্তমান সাং-পরগনা (জনৈক মুজিব মিয়ার বিল্ডিং), থানা-শাহপরান, জেলা-সিলেট হত্যা সংক্রান্ত একটি হত্যা মামলা রুজু হয়।

উক্ত হত্যা মামলার সংবাদ প্রাপ্তির পর অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আক্তার হোসেন, বিপিএম- সেবা মহোদয়ের নির্দেশে বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব পলাশ রঞ্জন দে এর তত্ত্বাবধানে দ্রুত মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতারে মাঠে নামে বানিয়াচং থানা পুলিশ।

এরই সূত্র ধরে বানিয়াচং থানা পুলিশ মামলা রুজু হওয়ার তিনদিন পর মামলার প্রধান আসামি ১। ইমরান আহমদ (৩০), পিতা-মুহাম্মদ আলী, মাতা-মোছাঃ হাফসা বেগম, সাং- নয়াখেল (লালাখাল), উভয়থানা-জৈন্তাপুর, জেলা-সিলেট-কে দোয়ারাবাজার থানাধীন বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার অন্তর্গত প্রতাপপুর দোহালিয়া বাজার হইতে উক্ত মামলার প্রধান আসামী ইমরান আহমদ (৩০) কে গ্রেফতার করে।

গত ৩০/০১/২০২৪খ্রি. তারিখ হবিগঞ্জ জেলার বানিয়াচং থানাধীন ০৬ নং কাগাপাশা ইউনিয়নের অন্তর্গত কাগাপাশা সাকিনস্থ বানিয়াচং টু নবীগঞ্জ যাবার আঞ্চলিক পাকা রাস্তার বড়ভাঙ্গা নামক ব্রীজের (দক্ষিণ পাশে) নিচে শুটকী নদীর (শাখায়) পানিতে একটি অজ্ঞাতনামা শিশুর লাশ পাওয়া যায়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে আইনগত কার্যক্রম সম্পাদন করে। পরে সামাজিক মাধ্যমে ভিকটিমের আত্নীয়স্বজন জানতে পারে এবং পরে তারা ভিকটিমের পরিচয় নিশ্চিত করে এবং গত ০১ ফেব্রুয়ারি ২০২৪খ্রি. তারিখ বানিয়াচং থানায় ভিকটিম এ্যনি আক্তার (১৫ মাস), পিতা- ইমরান আহমদ, সাং- নয়াখেল (লালাখাল), থানা-জৈন্তাপুর, জেলা-সিলেট, স্থায়ী ঠিকানা- সাং-পূর্ব গর্দ্দনা, থানা-জৈন্তাপুর, জেলা-সিলেট বর্তমান সাং-পরগনা (জনৈক মুজিব মিয়ার বিল্ডিং), থানা-শাহপরান, জেলা-সিলেট হত্যা সংক্রান্ত একটি হত্যা মামলা রুজু করে।

For Advertisement

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য