প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

For Advertisement

মাধবপুর থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতারসহ ১২০ বোতল ফেন্সিডিল, ০৬ কেজি গাঁজা ও ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার”

১৮ ফেব্রুয়ারি ২০২৪, ৮:৩৪:১৮

মাধবপুর থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতারসহ ১২০ বোতল ফেন্সিডিল, ০৬ কেজি গাঁজা ও ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার”

হবিগঞ্জ জেলার সুযোগ্য মান্যবর পুলিশ সুপার জনাব আক্তার হোসেন বিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনায় জেলাব্যাপী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে মাধবপুর থানা পুলিশ উক্ত থানাধীন ০২নং চৌমুহনী ইউপির হবিবপুর সাকিনস্থ ধৃত আসামী মোঃ কাজল মিয়া (২২) এর পূর্ব ভিটার পশ্চিম দুয়ারী মাটির দেয়াল বিশিষ্ট চৌচালা টিনের ঘরের সামনের বারান্দার উত্তর পাশের কক্ষের উত্তর-পূর্ব কোনায় হতে ০৯/০২/২৪ ইং তারিখ ১১.৩৫ ঘটিকায় আসামী মোঃ কাজল মিয়া (২২), পিতা-মৃত জিতু মিয়া, মাতা-মোছাঃ হাজেরা খাতুন, সাং-হবিবপুর, ০২নং চৌমুহনী ইউপি, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জকে আটক করে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে ১। ১২০ (একশত) বোতল ফেন্সিডিল, ওজন অনুমান ১২ লিটার, যার মূল্য-২,৪০,০০০/-টাকা, ২। ০৬ (ছয়) কেজি গাঁজা, যার মূল্য-৬০,০০০/-টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। যাহার সর্বমোট মূল্য ৩,০০,০০০/-টাকা।

মাধবপুর থানাধীন ০৭নং জগদীশপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা চত্ত্বর হতে ১০০ গজ পূর্ব দিকে পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের উপর হতে ০৯/০২/২৪ ইং তারিখ ১৫.৩০ ঘটিকায় আসামী ১। হৃদয় মিয়া (২৪), পিতা- সফু মিয়া, মাতা-হামিদা বেগম, সাং- উত্তর সুরমা গোয়াছনগর, ০৬নং শাহজাহানপুর ইউপি, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জকে আটক করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামীর হেফাজত হতে ৪৫ (পঁয়তাল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট যার মোট ওজন (.০১x৪৫)=০.৪৫ (দশমিক পঁয়তাল্লিশ) গ্রাম। সর্বমোট মূল্য (৩০০x৪৫)=১৩,৫০০/-(তের হাজার পাঁচশত) টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

এছাড়াও মাধবপুর থানার হত্যা মামলার এজাহারনামীয় ০১নং আসামী শ্রীভাষ চন্দ্র পাল (৫০), পিতা-মৃত জয় চন্দ্র পাল, সাং-বেঙ্গাডোবা, ০৯নং নোয়াপাড়া ইউপি, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জকে ০৯/০২/২০২৪খ্রিঃ তারিখ ভোর ০৫.০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে চট্রগ্রাম জেলাধীন পতেঙ্গা থানা এলাকা হতে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।

For Advertisement

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য