For Advertisement
“মাধবপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৪০ বোতল ভারতীয় মদ, ১৪ কেজি গাঁজা উদ্ধার”
“মাধবপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৪০ বোতল ভারতীয় মদ, ১৪ কেজি গাঁজা উদ্ধার”
হবিগঞ্জ জেলার সুযোগ্য মান্যবর পুলিশ সুপার জনাব আক্তার হোসেন মহোদয়ের নির্দেশনায় জেলাব্যাপী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে মাধবপুর থানাধীন ৬নং শাহজাহানপুর ইউনিয়নের গেইটঘর শাহপুর বাজারের রেললাইনের দক্ষিণ পূর্ব দিকে আল-আরাফাহ ইসলামী এজেন্ট ব্যাংক এর সামনে শাহপুর-টু মনতলাগামী পাকা রাস্তার উপর হইতে ১৪/০২/২৪ ইং তারিখ রাত ২০.৪০ ঘটিকার সময় আসামী ১। কামরুল মিয়া (২৩), পিতা-আবুল কাসেম, গ্রাম- রাজেন্দ্রপুর, ০৩নং বহরা ইউপি, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জকে আটক করা হয়। (ক)৪৮ বোতল ভারতীয় McDowell’s (মদ), ৪৫ বোতল ভারতীয় Old Monk (মদ), ৪৭ বোতল ভারতীয় Officer’s Choice (মদ), সর্বমোট-১৪০ বোতল ভারতীয় মদ, যাহার ওজন-২৫,২০০ এমএল, যাহার সর্বমোট মূল্য-১,৬২,৫০০/-টাকা, (খ) ০৪ কেজি গাঁজা, যাহার মূল্য-৪০,০০০/-টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। যার সর্বমোট মূল্য ২,০২,৫০০/-টাকা।
এছাড়াও মাধবপুর থানাধীন ০২নং চৌমুহনী ইউপির বানিয়াপাড়া সাকিনস্থ সামছু মিয়ার বাড়ীর উত্তর পার্শ্বে বানিয়াপাড়া টু আরিছপুর গামী ইটসলিং রাস্তায় উপর হইতে ১৪/০২/২৪ ইং তারিখ ২১.১৫ ঘটিকার সময় আসামী ১। মোঃ আজগর আলী(৪৫), ২। মোঃ হাবিবুর রহমান(৪০), ৩। মোঃ আরিফুর রহমান(৩০), ৪। মোঃ ইসমাইল মিয়া(২৫), ৫। মোছাঃ জোসনা বেগম(৪০), ৬। মোঃ আরিফ মিয়া(১৯) কে আটক করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামীর হেফাজত হইতে (ক) ১০ কেজি গাঁজা, যাহার মূল্য-১,০০,০০০/-,(খ) ১টি সবুজ রংয়ের বাজাজ কোম্পনীর সিএনজি চালিত অটোরিক্সা, যাহার রেজিঃ নং-হবিগঞ্জ-থ-১১-৪০৭১, যাহার মূল্য অনুমান-২,০০,০০০/-, (গ) ১টি নম্বর বিহীন কালো লাল রংয়ের ১০০ সিসি TVS metroplus, যাহার মূল্য-৮০,০০০/-টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
For Advertisement
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য