সোমবার ২৩ ডিসেম্বর, ২০২৪

For Advertisement

মিথ্যা মামলায় ১১ মাস পর জা‌মি‌নে মুক্ত সাংবাদিক সুমন।

১ অক্টোবর, ২০২৪ ৯:৪৯:১২
মিথ্যা মামলায় ১১ মাস পর জা‌মি‌নে মুক্ত সাংবাদিক সুমন।

স্টাফ রি‌পোর্টার:

দীর্ঘ ১১মাস পর জা‌মি‌নে মু‌ক্তি পে‌য়ে‌ছেন দৈ‌নিক আজকা‌লের সংবাদ প‌ত্রিকার তিন পার্বত‌্য জেলা ব‌্যু‌রো প্রধান ও মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি MTPS. (মাতপস্) এর তিন পার্বত‌্য জেলার সমন্বয়ক মো: সুমন (৩৪)।

গেল বুধবার ১৮‌ সে‌প্টেম্বর রাঙ্গামাটির বিজ্ঞ জেলা ও জজ আদালত তাকে জামিনে মুক্তি দিয়েছেন। সুমন খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গার উপ‌জেলার তবলছ‌ড়ি কু‌মিল্লাটিলার মৃত: আব্দুল মজিদের ছে‌লে।

জানা যায়, পেশাগত ও বৈবা‌হিক কার‌ণে দীর্ঘ ১৫ বছর যাবৎ রাঙ্গামা‌টির চন্দ্রঘোনা উপ‌জেলার বাঙ্গালহালিয়া এলাকার শ‌ফিপু‌রে স্থায়ী ভা‌বে বসবাস ক‌রেন। জায়গা জ‌মি নি‌য়ে দ্ব‌ন্দ্বের জে‌রে স্থানীয় মোঃ জসিম উদ্দিনের মে‌য়ে মোছা-কুলসুম আক্তার (২৯) না‌মে এক গৃহী‌নি বা‌দি হ‌য়ে ২০২৩ সা‌লের ৩ আগষ্ট রাঙ্গামাটির চন্দ্রঘোনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মিথ‌্যা মামলা ক‌রেন। এ‌তে গত ১১ অ‌ক্টোবর/২০২৩ইং সা‌লে সুমনকে গ্রেফতার ক‌রে বি‌ধি মোতা‌বেক জে‌লে প্রেরণ করা হয়।

মামলার তা‌রি‌খে তি‌নি খাগড়াছ‌ড়ির তবলছ‌ড়ি‌তে ছি‌লেন উ‌ল্লেখ ক‌রে সদ‌্য জা‌মি‌নে মুক্ত সুমন জানান, জায়গা জ‌মি সংক্রান্ত ব‌্যাপা‌রকে কেন্দ্র ক‌রে উ‌দ্দেশ‌্য প্রনো‌দিত ভা‌বে তা‌কে মিথ‌্যা ধর্ষন মামলায় জড়া‌নো হ‌য়ে‌ছে। মামলায় যে সময় উ‌ল্লেখ করা হ‌য়ে‌ছে,পা‌রিবা‌রিক কা‌জে তার আ‌রো ৮‌ দি‌নেরও বে‌শি সময় আগ থে‌কে খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গা উপ‌জেলার তবলছ‌ড়ি‌তে ছি‌লেন।

এসময় তার বিরুদ্ধে আ‌নিত মিথ্যা ধর্ষণ মামলার রহস্য উৎঘাটন করে প্রকৃত দো‌ষি ব্যক্তিদের কে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান তি‌নি।

 

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

For Advertisement

সম্পাদক : কাজী মোঃ সাইফুল ইসলাম
প্রধান সম্পাদক ও প্রকাশক : কাজী ফাতেমা আক্তার বৃষ্টি
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জাগুরঝুলি বিশ্ব রোড, আদর্শ সদর, কুমিল্লা ৩৫০০.
+880 1710-818277
+880 0161812800
ইমেইল : cumillavoice20@gmail.com

Developed by RL IT BD