প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

For Advertisement

যশোরে গৃহচুরির ঘটনায় স্পাইডারম্যান খ্যাত চোর শামীমসহ গ্রেফতার-২, চোরাই স্বর্ণালংকার উদ্ধার।

২৩ মার্চ ২০২৪, ৭:৪৮:২৮

যশোরে গৃহচুরির ঘটনায় স্পাইডারম্যান খ্যাত চোর শামীমসহ গ্রেফতার-২, চোরাই স্বর্ণালংকার উদ্ধার।

যশোরে গৃহচুরির ঘটনায় স্পাইডারম্যান খ্যাত চোর শামীমসহ গ্রেফতার-২, চোরাই স্বর্ণালংকার উদ্ধার।

ঘটনা ও গ্রেফতারের বিবরণ:
জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায় ডিবির ওসি রুপন কুমার সরকার, পিপিএম (বার) এর তত্ত্বাবধানে ডিবি’র এলআইসি টিম জেলায় সংঘটিত বিভিন্ন চুরি, ডাকাতি, অপহরণ, হত্যার রহস্য উদঘাটনসহ অবৈধ অস্ত্রগুলি উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

তারই ধারাবাহিকতায় : গত ইং ১৬/০৩/২০২৪ তারিখ রাত ০১.৩০ ঘটিকার সময় যশোর কোতয়ালী মডেল থানাধীন ঘোপ নওয়াপাড়া রোডে জনৈক পার্থ মজুমদার, পিতা- অলোক মজুমদার এর ২য় তলার বাসার হ্যাসবোল্ড ভেঙ্গে অজ্ঞাতনামা চোর/চোরেরা চুরি সংঘটন করে স্বর্ণালংকার, রুপার অংলকার ও নগদ টাকা মোট ১,৭৮,০০০/- টাকা চুরি করে নিয়ে যায়। এই ঘটনা সংক্রান্তে কোতয়ালী মডেল থানার মামলা নং-৭২ তাং-১৯/০৩/২০২৪ খ্রিঃ ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড রুজু হয়।

পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম এর নেতৃত্বে মামলার তদন্ত কারী কর্মকর্তা এসআই শামীম হোসেন ও এসআই মফিজুল ইসলাম, পিপিএম এএসআই রঞ্জন কুমার বসুর সমন্বয়ে একটি টিম তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রাপ্ত ব্যক্তিকে সনাক্ত করে স্প্রাইডারম্যান খ্যাত কুখ্যাত চোর শামীম হোসেনকে ইং ২০/০৩/২০২৪ তারিখ বিকাল ১৭.৩০ ঘটিকার সময় শহরের চারখাম্বার মোড় থেকে আটক করে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য মোতাবেক চোরাই স্বর্ণ ক্রেতাকে ঝুমঝুমপুর এলাকা থেকে আটক করে ১০ আনা ৩ রতি স্বর্ণালংকার, ১ ভরি ১ আনা ৪ রতি রুপা ও নগদ ৬০০০/- টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জানা যায়, কুখ্যাত শামীম চোরের বিরুদ্ধে একাধিক চুরি মামলা রয়েছে। সে উক্ত ঘটনা ছাড়াও একাধিক চুরির ঘটনা স্বীকার করেন।

আসামীর তথ্য:
১। শামীম হাসান ৥ শাহীন স্বাধীন (২৮), পিতা- মোঃ রবিউল ইসলাম ৥ বাবুল ৥ রবি ৥ শহিদুল হাসান, মাতা- জেবুন নেছা৥ জীবন, সাং- শংকরপুর বাসটার্মিনাল মাঠপাড়া ২। মোঃ আজগর হোসেন (৪১), পিতা- মোঃ ইবাদ আলী, মাতা- ইনজিরা খাতুন, সাং-ঝুমঝুমপুর উত্তরপাড়া, সর্বথানা-কোতয়ালী, জেলা-যশোর।

উদ্ধারকৃত আলামতঃ
১। ১০ আনা ৩ রতি স্বর্ণালংকার।
২। ১ ভরি ১ আনা ৪ রতি রুপা
৩। নগদ ৬০০০/- টাকা
৪। ঘরভাঙ্গার সরঞ্জাম।

For Advertisement

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য