প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

For Advertisement

রমরমা ইয়াবা ব্যাবসায়ী’র ডিলার ও নেশাগ্রস্ত শিহাব এখন অনেক ক্ষমতাবান অনেক মানুষকে মেরে ফেলার হুমকি – ধমকি দিচ্ছে।

২৭ ফেব্রুয়ারি ২০২৪, ৫:০৩:২৫

রমরমা ইয়াবা ব্যাবসায়ী'র ডিলার ও নেশাগ্রস্ত শিহাব এখন অনেক ক্ষমতাবান অনেক মানুষকে মেরে ফেলার হুমকি - ধমকি দিচ্ছে।

রমরমা ইয়াবা ব্যাবসায়ী’র ডিলার ও নেশাগ্রস্ত শিহাব এখন অনেক ক্ষমতাবান অনেক মানুষকে মেরে ফেলার হুমকি – ধমকি দিচ্ছে।

কুৃমিল্লা ক্রাইম রিপোর্ট – সূএ তথ্য মতে জানায় – বাংলাদেশের কুৃমিল্লা জেলার কোতয়ালী থানাধীন আদর্শ সদর উপজেলার ৩ নং দক্ষীন দূর্গাপুর মডেল ইউনিয়ন এলাকার বলারামপুরের মনিরের বাড়ির ভাড়াটিয়া ও ডিবি পুলিশের গাড়ি চালায় এঁর নাম ভাঙ্গিয়ে বহু মানুষকে হুমকি ধমকি ও ব্ল্যাকমেইল করে টাকা আত্মসাৎ করে থাকে ইয়াবা ব্যাবসায়ী’র ডিলার ও নেশাগ্রস্ত শিহাব। এলাকাবাসীরা তাঁর বেপরোয়া মাদক ব্যাবসা’র প্রতিবাদ করলে – সে বলে – আমি এমপি বাহারের লোক, প্রশাসন আমার হাতে আছে – আমি ডিবি পুলিশের গাড়ী চালাই। আমাকে কিছুই করতে পারবে না। এলাকায় শিহাবের সমন্ধে তথ্য সংগ্রহ করে জানা যায় – শিহাব এক বাড়ীতে বেশি দিন থাকে না, কিছু দিন পর পর ভাড়া বাসা পাল্টিয়ে মাদক ব্যাবসা চালিয়ে যাচ্ছে, যাতে প্রশাসন তাঁর সঠিক ঠিকানা খুঁজে না পায়, আরো জানা যায় শিহাব কলো রংয়ের প্রাইভেট কার দিয়ে – মাদক সরবারহ থাকে বিভিন্ন জায়গায়। এলাকাবাসী’রা কুৃমিল্লা জেলা পুলিশের কাছে চাচ্ছে উক্ত ইয়াবা ব্যাবসায়ী শিহাবকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলোক সাজা প্রদান করে – মাদকমুক্ত এলাকা গড়তে।

For Advertisement

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য