প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

For Advertisement

রায়হান রাফি ‘তুফান’ এর আগে ৫ টি ছবি বানিয়েছে সিনেমা হলের জন্য।

১৫ জুন ২০২৪, ৪:০৪:৩১

রায়হান রাফি 'তুফান' এর আগে ৫ টি ছবি বানিয়েছে সিনেমা হলের জন্য।

রায়হান রাফি ‘তুফান’ এর আগে ৫ টি ছবি বানিয়েছে সিনেমা হলের জন্য!
সেগুলো মুক্তির এক-দেড় মাস আগ থেকেই প্রচার-প্রচারণায় দেখা যেত তাকে। যেমনঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে উক্ত সিনেমার নায়ক-নায়িকাদের নিয়ে উপস্থিতি,যমুনা ফিউচার পার্ক কিংবা বিভিন্ন শপিং মলে স্ব শরীরে,টিভি চ্যানেলের ইন্টারভিউ থেকে শুরু করে নানান ধরনের অনুষ্ঠানের মাঝখানে অনায়াসেই দেখা যেত। কিন্তু,’তুফান’ মুক্তির বাকি আর ১ সপ্তাহ,এখনো সেরকম ভাবে প্রচার-প্রচারণায় ‘তুফান’ সংশ্লিষ্ট কাউকেই দেখা যায়নি,রাফিকেও নাহ। ছোটবেলা থেকেই শুনে আসছি- “শাকিব খানের সিনেমার প্রচারণা লাগে নাহ”,এ কথাটি আমি মনে প্রাণে বিশ্বাস করি।
তবুও,’তুফান’ নিয়ে যে উচ্চতর পরিকল্পনা রয়েছে টিমের মধ্যে তার জন্য আরো একটু জোরদার প্রচারণার প্রয়োজন বলে মনে করছি! শাকিব খান নিজে কোথাও সিনেমার প্রচারণায় যাক এটা আমরা ও চাই না,ইচ্ছে করলে আপনারা টিমের অন্য সদস্যরা বিভিন্নরকম প্রচারণায় লিপ্ত হতে পারেন। কথায় আছে > প্রচারেই প্রসার।

For Advertisement

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য