প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত

For Advertisement

লোকটিকে চিনেন? চিনেন না, মনে হয়! এই লোকটির নাম হেমায়েত উদ্দিন বীর বিক্রম। শুধু বাংলাদেশের নয়, গোটা মডার্ন মিলিটারি হিস্ট্রির অন্যতম গেরিলা লিজেন্ড। 

১৫ জুন ২০২৪, ৪:৪১:২৫

লোকটিকে চিনেন? চিনেন না, মনে হয়! এই লোকটির নাম হেমায়েত উদ্দিন বীর বিক্রম। শুধু বাংলাদেশের নয়, গোটা মডার্ন মিলিটারি হিস্ট্রির অন্যতম গেরিলা লিজেন্ড। 

 লোকটিকে চিনেন? চিনেন না, মনে হয়! এই লোকটির নাম হেমায়েত উদ্দিন বীর বিক্রম। শুধু বাংলাদেশের নয়, গোটা মডার্ন মিলিটারি হিস্ট্রির অন্যতম গেরিলা লিজেন্ড।
চিইন্যা রাখেন। পাকিস্তানিদেরকে গালি দেয়ার সময় হয়ত কাজে লাগবে না, তয় নিজের পরিচয় হাতড়াইতে গেলে কাজে লাগতে পারে হেমায়েত উদ্দিন ১৯৪১ সালের ৩ ডিসেম্বর গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ইনি ছিলেন মিলিটারির হাবিলদার। ইস্ট বেঙ্গল রেজিমেন্টে চাকরি করত। লোকটা মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার অপরাধে রাজাকাররা তার বৌকে রেপ করার হুমকি দিছিল। লোকটা বাড়িতে আসার জন্য যুদ্ধের ময়দান থেকে রওনা দিল। আইসা দেখল, তার বউ গলায় দড়ি দিসে। বাচ্চারা একজনও বেঁচে নাই।
সেই যে বাড়ি ছাইড়্যা গেল, দেশ স্বাধীন না করে, সে বাড়ি আসে নাই। তারপর পাঁচ হাজার মুক্তির এক ফৌজ বানাইল, বরিশাল, ঝালকাঠি, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর আর বাগেরহাটে তারা যুদ্ধ করে বেড়াত। একদিন যুদ্ধের মধ্যে একটা বুলেট তার গালের একপাশ দিয়ে ঢুকে, আরেক পাশ দিয়ে বের হয়ে গেল। আটটা দাঁত পরে গেল। দর দর করে রক্ত পড়তেছিল। লোকটা যুদ্ধ থামায় নাই। ঐ যুদ্ধে পাকিস্তানি বাহিনীকে হারিয়ে, তারপর সে ব্লীডিংয়ের জন্যে, বেহুশ হয়ে যায়। কিন্তু হারে নাই।
২০১৬ সালের ২২ অক্টোবর এই লোকটা ঘুমিয়ে গেছে, অনন্ত ঘুম। কোনো মঞ্চ শ্রদ্ধা করেনি তার নাম, এই মাটিতে এই রকম আরও অনেক হেমায়েত ঘুমায়। এটি হেমায়েতগো দেশ।
প্রকৃত মুক্তিযোদ্ধারা এভাবেই হারিয়ে যায় লোকচক্ষুর অন্তরালে, আর ভুয়া খেতাবধারীরা সবার আগ।

For Advertisement

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য