For Advertisement
শূন্যে লাফাচ্ছে হরিণ এক লাফেই তেইশ হাত, আর বাঘ যায় এক লাফে বাইশ হাত, তাহলে অংকের হিসেবে বাঘ কখনও হরিণকে ধরার কথা নয়।
শূন্যে লাফাচ্ছে হরিণ এক লাফেই তেইশ হাত, আর বাঘ যায় এক লাফে বাইশ হাত, তাহলে অংকের হিসেবে বাঘ কখনও হরিণকে ধরার কথা নয়।
শূন্যে লাফাচ্ছে হরিণ এক লাফেই তেইশ হাত, আর বাঘ যায় এক লাফে বাইশ হাত, তাহলে অংকের হিসেবে বাঘ কখনও হরিণকে ধরার কথা নয়।
কিন্তু বাস্তবে ঘটছে উল্টোটা। বাঘের হাতে হরিণকে কাবু হতে হয়। কিন্তু কেন?
কারণ হলো— হরিণ লাফাতে লাফাতে কখনও কখনও পিছন ফিরে তাকায়, বাঘের চাইতে সে কতোটা এগিয়েছে তা বুঝার জন্য। আর এটাই হয় সর্বনাশের কারণ। পেছন ফিরতে গিয়ে এক লাফ কমলেই তেইশ হাত পিছনে চলে আসে।
Science Panacea
তাই জীবনের চলার পথে কখনো কখনো শত বাধা বিপত্তি থাকলেও পিছনে তাকাতে নেই। দৃঢ় প্রত্যয়ে সামনে এগিয়ে যাওয়ার নামই হচ্ছে স্বপ্নের কাছাকাছি পৌঁছানো।
For Advertisement
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
মন্তব্য