প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

For Advertisement

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জেলা পুলিশ, শেরপুর কর্তৃক “No Helmet, No Fuel” কার্যক্রম চালু সহ চালকদের ফুল ও হেলমেট উপহার দিলেন পুলিশ সুপার জনাব মোঃ আকরামুল হোসেন পিপিএম-সেবা।

২৬ মে ২০২৪, ১১:২৯:১৯

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জেলা পুলিশ, শেরপুর কর্তৃক "No Helmet, No Fuel" কার্যক্রম চালু সহ চালকদের ফুল ও হেলমেট উপহার দিলেন পুলিশ সুপার জনাব মোঃ আকরামুল হোসেন পিপিএম-সেবা।

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জেলা পুলিশ, শেরপুর কর্তৃক “No Helmet, No Fuel” কার্যক্রম চালু সহ চালকদের ফুল ও হেলমেট উপহার দিলেন পুলিশ সুপার জনাব মোঃ আকরামুল হোসেন পিপিএম-সেবা।
শেরপুরে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জেলা পুলিশের পক্ষ থেকে মোটরসাইকেল চালক ও আরোহীর হেলমেট পরা নিশ্চতের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পেট্রোল পাম্পে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম চালু সহ বিশেষ প্রচারণা অভিযান চালানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ মে) বেলা ১৩ঃ০০ ঘটিকায় শেরপুর জেলা পুলিশের উদ্যোগে জেলা শহরের মেসার্স এন ইউ আহাম্মদ এন্ড এম,সি, সাহা পেট্রোল পাম্প ও মমিনবাগ সার্ভিস স্টেশনে “No Helmet, No Fuel” কার্যক্রমের শুভ উদ্বোধন করেন শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আকরামুল হোসেন, পিপিএম-সেবা।
পরে পেট্রোল পাম্পগুলোতে জেলা পুলিশের উদ্যোগে জনসচেতনতামূলক লিফলেট ও স্টিকার সাঁটানো সহ পাম্প কর্তৃপক্ষকে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকদের জ্বালানি না দিতে কঠোর নির্দেশনা প্রদান করা হয়। পরবর্তীতে সেখানে বিশেষ প্রচারণা অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে পুলিশ সুপার মহোদয় হেলমেট বিহীন  মোটরসাইকেল চালকদের মাঝে জনসচেতনা সৃষ্টির অংশ হিসেবে জেলা পুলিশের পক্ষ থেকে ফ্রী হেলমেট উপহার ও হেলমেট পড়া চালকদের রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা জানিয়ে চালকদের নিজের সেফটি নিশ্চিত করে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।
পুলিশ সুপার মহোদয় সড়কে দুর্ঘটনারোধে সচেতনতা জরুরি উল্লেখ করে জেলা পুলিশের পক্ষ থেকে “No Helmet, No Fuel” কার্যক্রম বাস্তবায়নে ৩ দিনব্যাপী সচেতনতামূলক প্রচারণা চালাবে। পাশাপাশি ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে পুলিশ সুপার কার্যালয়, শেরপুরের সম্মেলন কক্ষে সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আকরামুল হোসেন পিপিএম-সেবা মহোদয়ের সভাপতিত্বে জেলার জ্বালানি বিক্রয়কারী মালিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার মহোদয় সড়কে নিরাপত্তা নিশ্চিত করণে দায়িত্বশীল কর্তৃপক্ষের পাশাপাশি নাগরিকদের সচেতনতার কোন বিকল্প নেই বলে উল্লেখ করেন। তাই অনাকাঙ্খিত দূর্ঘটনারোধে নিরাপদ সড়ক নিশ্চিত করতে এবার ‘নো হেলমেট নো ফুয়েল’ কার্যক্রম চালু করা হচ্ছে । সিদ্ধান্ত বাস্তবায়নে জেলার প্রতিটি পেট্রোল পাম্পে গাড়ি ছাড়া বোতল বা ড্রামে পেট্রোল-অকটেন বিক্রি না করতে পেট্রোল পাম্প মালিক ও খুচরা পেট্রোল ব্যবসায়ীদের আহবান জানান। এই কর্মসূচি বাস্তবায়নে প্রতিটি পাম্পে সচেতনতামূলক ব্যানার টানানোর আহ্বান করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জনাব মোঃ দিদারুল ইসলাম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা জেলা পেট্রোল পাম্প মালিক সমিতি’র নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপি ও পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা মোতাবেক সড়কে চলাচল নিরাপদ করার লক্ষ্যে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নের পদক্ষেপ হিসেবে জেলা পুলিশের এই কার্যক্রম।

For Advertisement

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য