প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

For Advertisement

সদ্য ভূমিষ্ঠ নবজাতককে রেখে লাকসাম  ক্লিনিক থেকে পালিয়ে গেলেন মা। 

৪ এপ্রিল ২০২৪, ১০:৫৭:২৩

সদ্য ভূমিষ্ঠ নবজাতককে রেখে লাকসাম  ক্লিনিক থেকে পালিয়ে গেলেন মা।

সদ্য ভূমিষ্ঠ নবজাতককে রেখে লাকসাম  ক্লিনিক থেকে পালিয়ে গেলেন মা।
লাকসামে একটি ক্লিনিকে সদ্য ভূমিষ্ঠ নবজাতক কন্যা শিশুকে ফেলে পালিয়েছেন মা। রোববার (৩১ মার্চ) দুপুর সাড়ে বারোটায় পৌর শহরের উত্তর বাজার আমেনা মেডিকেল সেন্টারে এ ঘটনা ঘটে।
ক্লিনিকের মালিক সেলিম মাহমুদ দৈনিক আজগরাকে বলেন, দুপুর সাড়ে বারোটায় ৩৫/৩৬ বছরের এক মহিলা প্রসব বেদনা নিয়ে ক্লিনিকে আসেন। কয়েক মিনিটের মাথায় স্বাভাবিকভাবেই একটি কন্যা শিশু ভূমিষ্ঠ হয়। ভূমিষ্ঠ হওয়ার ১০/১২ মিনিটের মাথায় নবজাতককে ফেল রেখে মা ও তার সাথে থাকা ১২ বছরের একটি মেয়ে ও দুই জন বয়স্ক মহিলা পালিয়ে যায়। পরে সিসিটিভি দেখে আমাদের লোকজন মোটরসাইকেলে তাদের বহনকারী ব্যাটারীচালিত অটোরিকশাটি ধাওয়া করলেও কোনো সন্ধান পায়নি।
তিনি বলেন, ইমার্জেন্সি বিভাগে চিকিৎসা দেওয়ায় রোগীর নাম-ঠিকানা এন্ট্রি করা যায়নি। তবে নবজাতক কন্যা শিশুটি সুস্থ আছে।
লাকসাম থানার ওসি সাহাবুদ্দিন খান দৈনিক আজগরাকে বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিষয়টি আমাদের জানিয়েছেন। শিশুটির সুরক্ষা এবং তার পরিবার খুঁজে বের করার চেষ্টা চলছে।
লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজিয়া বিনতে আলম দৈনিক আজগরাকে জানান, নবজাতক শিশুটির স্বাস্থ্য সুরক্ষা ও লালন পালনের ব্যবস্থা নেয়া হচ্ছে।
পোস্ট টি সর্বোচ্চ শেয়ার করার অনুরোধ রইলো।

For Advertisement

Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য