For Advertisement
সারা দেশে ৮০ শতাংশ গয়নার দোকানে ভ্যাট দেয় না।

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২: ৫৯
সারা দেশে প্রায় ৪০ হাজার জুয়েলারি প্রতিষ্ঠান রয়েছে। তার মধ্যে ভ্যাট নিবন্ধন আছে মাত্র ৮ হাজার বা ২০ শতাংশ প্রতিষ্ঠানের। তার মানে, দেশের ৮০ শতাংশ গয়নার দোকানই ভ্যাট দিচ্ছে না। এমন পরিস্থিতিতে রাজস্ব আদায় বাড়াতে সব জুয়েলারি প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনার পাশাপাশি ঢাকাসহ ১৮টি জেলার সব গয়নার দোকানে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) বা ভ্যাট মেশিন বসানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
গতকাল সোমবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সভাপতিকে দেওয়া এক চিঠিতে এমনটাই জানিয়েছেন এনবিআরের দ্বিতীয় সচিব উত্তম বিশ্বাস। এতে বাজুসকে সব জুয়েলারি প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে তাদের ভ্যাট নিবন্ধন ও ইএফডি স্থাপনে উৎসাহিত করার অনুরোধ জানায় এনবিআর।
চিঠির তথ্যানুযায়ী, ৪০ হাজার জুয়েলারি প্রতিষ্ঠানের মধ্যে সমিতির সদস্য ২৩ হাজার। তার মধ্যে ভ্যাট নিবন্ধন আছে আট হাজার প্রতিষ্ঠানের। এখন পর্যন্ত এক হাজার প্রতিষ্ঠানে ইএফডি মেশিন স্থাপন করা হয়েছে। গত ২০২৩-২৪ অর্থবছরে জুয়েলারি খাত থেকে ১০০ কোটি টাকার ভ্যাট আদায় করেছে এনবিআর।
বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) নেতারাসহ জুয়েলারি ব্যবসায়ীদের সঙ্গে এনবিআরের কর্মকর্তাদের আলোচনায় এমন তথ্য উঠে এসেছে। গত সপ্তাহে জুম প্ল্যাটফর্মে সভাটি হয়। এতে সিদ্ধান্ত হয়, ভ্যাট নিবন্ধন নেওয়া ও ইএফডি মেশিন বসাতে জুয়েলারি প্রতিষ্ঠানকে চিঠি দেবে জুয়েলার্স সমিতি। অন্যদিকে জুয়েলারি প্রতিষ্ঠানকে বাজুসের সদস্যপদ নিতে কমিশনাররা সহযোগিতা করবেন।
সভায় জেনেক্স ইনফোসিসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহ জালাল উদ্দিন ইএফডি মেশিন স্থাপনের একটি পরিকল্পনা উপস্থাপন করেন। ওই পরিকল্পনা অনুযায়ী ইএফডি স্থাপন শুরু করবেন বলে জানান ভ্যাট কমিশনাররা।
Cumillar Voice’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
For Advertisement
প্রধান সম্পাদক ও প্রকাশক : কাজী ফাতেমা আক্তার বৃষ্টি
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জাগুরঝুলি বিশ্ব রোড, আদর্শ সদর, কুমিল্লা ৩৫০০.
+880 0161812800
ইমেইল : cumillavoice20@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য